দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশি
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২১
অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ ঘোষণার দু’দিনের মধ্যেই ভারতের দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে আম আদমি পার্টি।
নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আম আদমি পার্টির পক্ষ থেকে অতিশি মারলেনার নাম ঘোষণা করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সাথে দেখা করে নিজের ইস্তফাপত্র তুলে দেবেন কেজরিওয়াল।
সূত্রের খবর, কেজরিওয়ালই অতিশির নাম প্রস্তাব করেন। তবে মুখ্যমন্ত্রী হলেও কোনো ডেপুটি মুখ্যমন্ত্রী থাকছেন না বলে জানা গেছে।
উল্লেখ্য, তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জির পর অতিশিই এবার ভারতের দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
সূত্র : এনডিটিভি ও আজকাল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা