১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

অযোধ্যায় রামমন্দিরের কর্মীকে দু’দিন ধরে আটকে রেখে গণধর্ষণ!

অযোধ্যায় রামমন্দিরের কর্মীকে দু’দিন ধরে আটকে রেখে গণধর্ষণ! - ছবি : সংগৃহীত

ভারতে রামমন্দিরের এক নারী সাফাইকর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে অযোধ্যায়! নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরপ্রদেশ রাজ্যের রামনগরীতে এই গণধর্ষণের অভিযোগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারকে টার্গেট করেছে বিরোধীরা।

পুলিশ জানিয়েছে, সাফাইকর্মী ওই তরুণী স্থানীয় এক কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। তাকে অন্যত্র ‘ভালো কাজ’ দেয়ার নাম কয়ে একটি গেস্ট হাউসে নিয়ে গিয়েছিল ধৃতেরা। তারপর দু’দিন ধরে আটকে রেখে দফায় দফায় ধর্ষণ করা হয়। অভিযুক্তেরা সকলেই অযোধ্যার বাসিন্দা। অভিযুক্তেরা খুনের হুমকি দেয়ায় প্রাণের ভয়ে এক মাস আগের ওই ঘটনা সম্পর্কে তিনি এত দিন অভিযোগ জানাননি বলে নির্যাতিতার দাবি।

নির্যাতিতা তরুণী পুলিশকে জানিয়েছেন, তাকে বনবীরপুর এলাকার ওই গেস্ট হাউসে ১৬ অগস্ট নিয়ে গিয়েছিল বংশ চৌধরি নামে এক অভিযুক্ত। দু’দিন ধরে আটকে রেখে অত্যাচারের শিকার হওয়ার পরে ১৮ অগস্ট কোনো মতে পালিয়ে যেতে সমর্থ হয়েছিলেন তিনি। এর পরে ২৫ অগস্ট বংশ এবং তার বন্ধু উদিত কুমার, শতরাম চৌধরিসহ পাঁচজন একটি গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করে।

বিরোধী দল সমাজবাদী পার্টির তরফে বলা হয়েছে, ‘যোগী আমলে রামরাজ্যের কী হাল হয়েছে, এই ঘটনাই তার প্রমাণ।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement