নিজে পদত্যাগের ঘোষণা দিলেও মমতাকে যে পরামর্শ দিলেন কেজরিওয়াল
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৬
ভারতের দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে ‘দিদি’ মমতা ব্যানার্জীসহ বিরোধী মুখ্যমন্ত্রীদেরকে তিনি দিলেন অন্য পরামর্শ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্দেশে কেজরির বার্তা- ‘গ্রেফতার হলে বা অন্য কোনো পরিস্থিতিতেই যেন কেউ পদত্যাগ না করেন। জেলে গেলেও যেন সেখান থেকেই সরকার চালান।’
রোববার কেজরিওয়াল বলেন, ‘বিধায়ক ভাঙানো, ইডি, সিবিআই দিয়ে ভয় দেখানো, ভুয়া মামলা দিয়ে জেলে ভরে দেয়া, সরকার ফেলে দেয়াই ক্ষমতাসীন দল বিজেপি’র ফর্মুলা। ভেবেছিল, কেজরিওয়ালকে জেলে ভরলে আম আদমি পার্টি (আপ) ভেঙে যাবে। বিধায়ক ভাঙিয়ে দিল্লিতে সরকার গড়ে ফেলবে বিজেপি। পাঞ্জাবেও বিধায়ক ভাঙিয়ে সরকার গঠন করা সম্ভব হবে।’
আপ প্রধান বলেন, ‘আমাদের দল ভাঙেনি, বিধায়ক-কার্যকর্তাদের ভাঙাতে পারেনি। এদের এতবড় ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়ার ক্ষমতা আছে আমাদের। ভেবেছিল মনোবল ভেঙে দেবে। জেলে এই ১৫০-২০০ দিনে আমার মনোবল ১০০ শতাংশ বেড়ে গেছে। পদত্যাগ করিনি, কারণ দেশের গণতন্ত্রকে বাঁচাতে চেয়েছিলাম। এটা বিজেপি’র নতুন ফর্মুলা। যেখানে যেখানে হেরেছে, সেখানকার মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভুয়া মামলা করে, গ্রেফতার করে, ইডি-সিবিআই পাঠিয়ে সরকার ফেলার দেয়ার চেষ্টা।’
এরপরই মমতাদের উদ্দেশে কেজরির বার্তা- ‘হেমন্ত সোরেন, সিদ্দারামাইয়া, পিনারাই বিজয়নের বিরুদ্ধে মামলা করেছে। মমতা ব্যানার্জীর বিরুদ্ধেও একই কার্যক্রম চলছে। বিরোধী শিবিরের একজন মুখ্যমন্ত্রীকেও ছাড়ে না এরা। ভুয়া মামলা করে, জেলে ঢোকায়। ১০ দিন আগে সুপ্রিম কোর্টের এক বেঞ্চ কেন্দ্রের কাছে জানতে চায়, জেলের ভিতর থেকে সরকার চলতে পারবে না কেন? অর্থাৎ জেলের ভিতর থেকে সরকার চলতে পারে। তাই দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের হাতজোড় করে বলব, প্রধানমন্ত্রী যদি জেলে ঢোকানোর হিম্মত দেখান, পদত্যাগ করবেন না। জেল থেকে সরকার চালান।’
কেজরিওয়াল এরপর আরো বলেন, ‘আমরা লোভী নই। চেয়ার আঁকড়ে পড়ে থাকার বাসনা নেই। কিন্তু সংবিধান, দেশ, গণতন্ত্রকে বাঁচানো জরুরি। যে সরকার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচনে জয়ী হচ্ছে, সেই সরকাকে জেলে ভরছে, পদত্যাগ চাইছে। মুখ্যমন্ত্রীদের অনুরোধ, ওদের এই নতুন ফর্মুলা ব্যর্থ করে দিন।’
সূত্র : হিন্দুস্তান টাইমস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা