২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা কেজরিওয়ালের

ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল - সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রোববার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

ছয় মাস কারাভোগের পর দুই দিন আগেই তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন।

দিল্লিতে আম আদমি পার্টির সদর দফতরে কর্মীদের উদ্দেশে ভাষণ দেয়ার সময় তিনি বলেন, দুই দিন পর তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন।

কেজরিওয়াল বলেন, ‘আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছি এবং জনগণ সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত আমি আর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবো না।’

চলতি বছরের মার্চে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

দিল্লিতে মদের দোকানের লাইসেন্স দেয়ার নীতি বদল করে কেজরিওয়াল এবং কয়েকজন মন্ত্রী ও নেতা মদ কারবারির কাছ থেকে ঘুষ নিয়েছেন, এই অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থাটি।

রোববার কেজরিওয়াল বলেছেন, ‘আমি জনগণের কাছে যাব, প্রতিটি রাস্তায় যাব, প্রতিটি বাড়িতে যাব এবং যতক্ষণ পর্যন্ত জনগণ রায় না দেয় যে কেজরিওয়াল সৎ, আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবো না।’

ভারতের কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করে তিনি বলেন, ‘আমাকে জেলে পাঠানোর উদ্দেশ্য ছিল আম আদমি পার্টি ভেঙে দেয়া এবং অরবিন্দ কেজরিওয়ালকে ভয় দেখানো। কিন্তু জেলখানার দিনগুলো আমার সাহস বাড়িয়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে চেয়েছিলাম বলে আমি কারাগার থেকে পদত্যাগ করিনি। আমি প্রমাণ করেছি, জেল থেকেও সরকার চালানো যায়।’
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
১৯ দিন পরেও অঘোষিত ক্যালিফর্নিয়ার ফলাফল! হারেৎসের ওপর ইসরাইল সরকারের নিষেধাজ্ঞা, সকল সম্পর্ক ছিন্ন নিজ্জর-হত্যায় অভিযুক্ত ৪ ভারতীয়ের বিচার শুরু কানাডায় ফলোঅন এড়ালেও ভালো নেই বাংলাদেশ আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত

সকল