১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ডুবেছে তাজমহল, ছাদ থেকেও চুঁইয়ে পড়ছে পানি

ডুবেছে তাজমহল, ছাদ থেকেও চুঁইয়ে পড়ছে পানি - সংগৃহীত

গত তিন দিন ধরে টানা বৃষ্টিতে নাজেহাল ভারতের আগরা। শহরের একাধিক এলাকা পানিতে তলিয়ে গেছে। বৃষ্টিতে জনজীবন কার্যত স্তব্ধ। পরিস্থিতি এমনই যে তাজমহলের ছাদ চুঁইয়েও পড়ছে পানি।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, হাঁটু পানি জমেছে তাজমহল প্রাঙ্গণের বাগানেও।

বৃহস্পতিবার থেকেই তাজমহল প্রাঙ্গণের একটি ভিডিও সামাজিক যোগাযোগামাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।

২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পানিতে ডুবে গেছে তাজমহলের একটি বাগান। পুরো এলাকা জুড়ে শুধু পানি আর পানি। তবে তাতেও উৎসাহী পর্যটকদের কমতি নেই। সেই দৃশ্য আবার মোবাইল ফোনে ধারণ করছে কেউ কেউ।

ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের (এএসআই) আগরা বিভাগের এক কর্মকর্তা জানান, বৃষ্টিতে তাজমহলের মূল গম্বুজও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ছাদ বেয়ে চুঁইয়ে পড়ছে পানি।

তবে তিনি আরো জানান, চিন্তার কোনো কারণ নেই।

শনিবার এএসআইয়ের মুখ্য সুপারিনটেন্ডেন্ট রাজকুমার পটেল বলেন, ‘তাজমহলের মূল গম্বুজের ছিদ্রটি আমাদের নজরে এসেছে। পরিদর্শনের পর প্রাথমিকভাবে জানা গেছে, এটি ক্ষয়ের ফলেই তৈরি হয়েছে। স্থাপত্যে বড়সড় কোনো ক্ষতি হয়নি। আমরা ড্রোন ক্যামেরা ব্যবহার করে গম্বুজের অবস্থা খতিয়ে দেখেছি। এখনই চিন্তার কোনো কারণ নেই।’

তাজমহল ইউনেস্কো অনুমোদিত বিশ্বের ঐতিহ্যমূলক স্থানগুলোর অন্যতম। ১৬৫৩ সালে এই মোগল স্থাপত্যের নির্মাণকাজ শেষ হয়। প্রতিবছর অগণিত পর্যটক এর টানেই আগরা যান। ফলে তাজমহল আগরাসহ সারা ভারতের পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতীক।

স্থানীয় এক গাইড জানান, তাজমহলকে ঘিরেই তাদের মতো অনেকের কর্মসংস্থান। ফলে সরকারের উচিত এই স্মৃতিস্তম্ভের যথাযথ যত্ন নেয়া।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময় ভারতের সাথে সমন্বয়ের দাবিতে জেলেদের পিটিয়ে হত্যার ঘটনায় তিন ছাত্রকে পুলিশে সোপর্দ ঢাবি কর্তৃপক্ষের ঢাবিতে পিটিয়ে মারা তোফাজ্জলের পাথরঘাটার বাড়িতে শোকের মাতম আরো ৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি মশা নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে পদক্ষেপ নেয়া হচ্ছে : ডিএনসিসির সিইও পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি শ্রীনগরে ছাত্র আন্দোলনে হামলাকারী ও হুমকিদাতাদের বিচার দাবি বাংলাদেশ থেকে অর্থ পাচার : যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের প্রতি যে আহ্বান জানালো টিআইবি ইবির খালেদা হলে আবারো আগুন সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু প্রতিটি মানুষের আস্থার ঠিকানা ইসলামী ব্যাংক

সকল