১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

পদত্যাগ করতে রাজি : অপেক্ষার পর বললেন মমতা

মমতা ব্যানার্জি - ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার টানটান পরিস্থিতির মধ্যে ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন। কলকাতার একটি হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা প্রেক্ষাপটে এদিন রাজ্য প্রশাসনের সাথে আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের বৈঠকের সম্ভাবনা তৈরি হতে শুরু করে দুপুর গড়াতেই। চিকিৎসকরা তাদের প্রতিনিধি দল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সাক্ষাতের জন্য নবান্নের উদ্দেশে বাসে করে রওনা হন চিকিৎসকরা। নবান্নের তরফে জানানো হয়েছে, প্রতিনিধি দলের চিকিৎসকদের সংখ্যা ৩০-এর বেশি ছিল। এদিকে, নবান্নের এই বৈঠকে চিকিৎসকরা লাইভ স্ট্রিমিং এর দাবিতে ছিল অনড়। সেই দাবি মানতে নারাজ ছিল প্রশাসন। এই পর্ব ২ ঘণ্টার বেশি সময় ধরে চলার পর শেষমেশ মুখ খোলেন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নবান্নের গেট থেকেও যারা এলেন না, তাদের ক্ষমা করলাম... আমি সাধ্যমত চেষ্টা করলাম।’ একইসাথে তিনি বলেন,'পদত্যাগ করতে রাজি আছি, আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না।' এরসঙ্গেই তিনি কলকাতার বিচারের ডাক দেন। মমতা বলেন,'সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমাদের অনেক অপমান করা হয়েছে, অনেক কুৎসা , অপপ্রচার হয়েছে.. সাধারণ মানুষ জানতেন না এর মধ্যে একটা কালার আছে।'

মমতা বলেন, ‘ আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে, এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। মুখ্যমন্ত্রীর পদ আমি চাই না। আমি চাই মানুষ বিচার পাক। তিলোত্তমা বিচার পাক, সাধারণ মানুষ চিকিৎসা পাক।’ মুখ্যমন্ত্রী বলেন,'আপনাদের যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ৎ চায়, তাহলে আমাদেরও তো কৈফিয়ৎ দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকব।'

এদিকে, এর আগে, নবান্ন ঘিরে কার্যত নবান্ন ঘিরে এদিন স্নায়ুযুদ্ধ দেখা যায় দু'পক্ষের মধ্যে। একদিকে আন্দোলনরত চিকিৎসকরা, অন্যদিকে প্রশাসন। প্রশাসনের তরফে চিকিৎসকদের ১৫ জনের প্রতিনিধি দলের কথা বলা হলেও চিকিৎসকরা নিজেদের দাবি অনড় রেখে ৩০ জন চিকিৎসককে প্রতিনিধি দলে রাখবেন বলে জানান। পরে নবান্ন জানিয়ে দেয় ওই প্রতিনিধি দলে ৩০ জনের বেশি ছিলেন। এরপর নবান্নে ওই ৩০ জন চিকিৎসকের প্রতিনিধি দলকে বৈঠকের জন্য প্রবেশ করতে দেওয়া হয়। তবে নবান্ন সাফ জানায়, বৈঠকের লাইভ স্ট্রিমিং হবে না।

এদিকে, সেই লাইভ স্ট্রিমিংয়ের দাবিতেই অনড় থাকেন চিকিৎসকরা। এরপর দু'ঘণ্টার বেশি সময় মুখ্যমন্ত্রী অপেক্ষা করার পর তিনি নিজের বক্তব্য পেশ করেন। মমতা বলেন,' নবান্নের গেট থেকেও যাঁরা এলেন না, তাঁদের ক্ষমা করলাম... আমি সাধ্যমত চেষ্টা করলাম।'

এরপরও বৈঠকে বসার সম্ভাবনা তৈরি হলে তা নিয়ে তিনি তার অফিসারদের এগিয়ে যাওয়ার নির্দেশ দেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
পিটিয়ে মারার ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে ঢাবি প্রশাসন ভারতে জাতীয় পতাকায় কালেমা লেখায় ক্ষুব্ধ হিন্দু পরিষদ জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ, নেই ৬ উইকেট সংগঠন ও এলাকাবাসী চাইলে নির্বাচন করব : নিজামীপুত্র মোমেন সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান কারাগারে, গার্মেন্টসকর্মী হত্যা মামলায় গ্রেফতার ইসরাইল কি হামাসকে ধ্বংস করতে পারে? রাঙ্গাবালীতে ভোক্তা ঠকানোর দায়ে ৯ জনকে অর্থদণ্ড ব্যাংকিং সেক্টর রিফর্মে বাংলাদেশকে সহায়তা করবে বিশ্বব্যাংক : অর্থ উপদেষ্টা ঢাবি ও জাবিতে গণপিটুনিতে হত্যা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা পাকুন্দিয়ায় মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছাত্রীর মাকে মারধর

সকল