২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মমতার প্রস্তাবও প্রত্যাখ্যান কলকাতার ডাক্তারদের

মমতার প্রস্তাবও প্রত্যাখ্যান কলকাতার ডাক্তারদের - ছবি : সংগৃহীত

কলকাতার আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা রাতে রাস্তায় অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তবে সন্ধ্যায় তাদের ইমেইল করে ১০ জন প্রতিনিধির সাথে আলোচনা করতে চেয়েছিল সরকার। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিকিৎসকদের জন্য অপেক্ষাও করেছিলেন। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে রাজ্য স্বাস্থ্য বিভাগের সদর দফতরের সামনে রাস্তাতেই বসে আছেন কয়েক হাজার চিকিৎসক।

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন এই জুনিয়র ডাক্তাররা। একই সাথে ওই ঘটনার প্রতিবাদে এমন এক দলহীন নাগরিক প্রতিবাদ চলছে এক মাসেরও বেশি সময় ধরে, যা স্বাধীন ভারতে দেখা যায় নি বলেই অনেকে মনে করছেন।

অন্যদিকে, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কর্মবিরতি শেষ করে কাজে ফিরতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশও অমান্য করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন জুনিয়র চিকিৎসকরা।

মঙ্গলবার দুপুর থেকে স্বাস্থ্য বিভাগের সদর দফতরের সামনে অবস্থান শুরু করেছিলেন ওই চিকিৎসকরা। তাদের সাথে যোগ দিয়েছেন বহু সাধারণ নাগরিকও।

সরকারের তরফে রাজ্যের স্বাস্থ্য সচিব যে ইমেইল করে আলোচনায় বসার অনুরোধ করেছিলেন আন্দোলনকারীদের কাছে, সেই চিঠির ভাষা অপমানজনক বলে মন্তব্য করেছেন প্রতিবাদীরা।

অবস্থান স্থলে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা ও কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেছিলাম। এরপরেও যদি রাজ্য সরকার সদর্থক মনোভাব দেখায়, পাঁচটা দাবি মেটানো হবে বলে বার্তা দেয়, তাহলেসবাই আলোচনা করে ভেবে দেখব।'

প্রতিবাদীরা অভিযোগ করছেন, স্বাস্থ্য দফতরে যে ব্যাপক দুর্নীতি চলছে, তারই শিকার হয়েছিলেন আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক। তাই স্বাস্থ্য দফতর ‘সাফাই অভিযান’ চালাতেই মঙ্গলবারের অভিযান, এমনটাই জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
১৯ দিন পরেও অঘোষিত ক্যালিফর্নিয়ার ফলাফল! হারেৎসের ওপর ইসরাইল সরকারের নিষেধাজ্ঞা, সকল সম্পর্ক ছিন্ন নিজ্জর-হত্যায় অভিযুক্ত ৪ ভারতীয়ের বিচার শুরু কানাডায় ফলোঅন এড়ালেও ভালো নেই বাংলাদেশ আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত

সকল