১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বোমা-আতঙ্কে ভারতীয় বিমান নামল তুরস্কে

বোমা-আতঙ্কে ভারতীয় বিমান নামল তুরস্কে - ছবি : সংগৃহীত

আবারো ভারতীয় বিমানে মাঝ আকাশে বোমাতঙ্ক। মুম্বাই থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টগামী ভিস্তারা বিমানের মধ্যে পড়ে থাকা এক চিরকুটে বোমা থাকার কথা লেখা ছিল। ওই খবর ছড়িয়ে পড়তেই বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি বিমানটিকে তুরস্কে নামানো হয়।

সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার মুম্বাই বিমানবন্দর থেকে ভিস্তারা এয়ারলাইন্সের ইউকে ২৭ বিমাটি ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে রওনা দেয়। মাঝ আকাশে এক বিমানকর্মী দেখতে পান, বিমানের মেঝেতে এক টুকরো কাগজ পড়ে রয়েছে। সেই কাগজ খুলে দেখেন তাতে লেখা, ‘বিমানে বোমা আছে’। দেখামাত্রই তিনি বিষয়টি পাইলটের নজরে আনেন।

পাইলট কোনো ঝুঁকিতে নিতে চাননি। তুরস্কের বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। সবুজ সঙ্কেত মিলতেই জরুরি অবতরণ করানো হয়। তার পর নিরাপদ স্থানে বিমানটিকে নিয়ে গিয়ে যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনেন বিমানবন্দর কর্তৃপক্ষ। শুরু হয় তল্লাশি অভিযান। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই বিমানে সন্দেহজানক কিছু মেলেনি। ভিস্তারা এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই ঘটনার কথা স্বীকার করেছেন। তারা জানান, ওই বিমানে ২৯৪ জন যাত্রী ছিলেন। সকলেই নিরাপদ রয়েছেন। ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ০৫ মিনিট নাগাদ তুরস্কে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ভারতজুড়ে বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় এমন বোমা মেরে উড়িয়ে দেয়ার ইমেল পাঠানো হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই প্রেরকদের নিশানায় থাকছে বিমানবন্দর, হাসপাতাল এবং স্কুল। তবে প্রায় সব ক্ষেত্রেই শেষ পর্যন্ত কিছুই মেলেনি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
নিউইয়র্কে হতে পারে ইউনূস-শেহবাজ বৈঠক কুলিয়ারচরে ‘জশনে জুলুস’ মিছিল থেকে মসজিদে হামলা, নিহত ১ বন্ধ করা হলো কাপ্তাই লেকের ১৬টি গেট জামায়াত ক্ষমতায় গেলে জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দেবে না : ডা. মোহাম্মদ তাহের প্রতিটি ঘরে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দিতে হবে : মাওলানা মুহাম্মদ শাহজাহান কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী বাড়ির জমির রেজিষ্ট্রি না পাওয়ায় ৬০ পরিবারের সাংবাদিক সম্মেলন বায়াররা পাশে এসে দাঁড়িয়েছে, গার্মেন্টস শিল্প এখন ঘুরে দাঁড়ানোর পালা : শ্রমসচিব রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের দাবিতে মহাসড়ক ব্লকেড চকরিয়ায় গোসলে নেমে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হাসিনা-রেহেনা-জয়সহ ১৭৯ জনের বিরুদ্ধে সোনারগাঁওয়ে মামলা

সকল