২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বন্যায় ভারতের দক্ষিণাঞ্চলে ২৫ জনের মৃত্যু

বন্যায় ভারতের দক্ষিণাঞ্চলে ২৫ জনের মৃত্যু - ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে গত দু’দিনে প্রবল মৌসুমি বর্ষণ ও বন্যায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাজার হাজার মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার দুর্যোগ কর্মকর্তাদের বরাতে এ কথা জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

গত দু’দিনে তেলেঙ্গানা রাজ্যে কমপক্ষে ১৬ জন এবং প্রতিবেশী অন্ধ্র্রপ্রদেশে নয়জনের প্রাণহানি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে উল্লেখ করে তেলেঙ্গানার দুর্যোগ মোকাবেলা ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক ওয়াই নাগি রেড্ডি জানান, বন্যায় প্রচুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তেলেঙ্গানায় প্রায় তিন হাজার ৮০০ জনকে উদ্ধার করে ত্রাণ শিবিরে স্থানান্তর করা হয়েছে।

ভারতের বিমান বাহিনী সোমবার বলেছে, তারা উভয় রাজ্যে দুই শতাধিক উদ্ধার কর্মকর্তাসহ বিমানে করে ৩০ টন জরুরি সহায়তা নিয়ে গেছে।

প্রতিবছর বৃষ্টিপাত ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন আবহাওয়ার ধরন পরিবর্তন করছে এবং চরম আবহাওয়ার ঘটনার সংখ্যা বাড়ছে। গত সপ্তাহে গুজরাটের পশ্চিমাঞ্চলীয় রাজ্যে তিন দিনে অন্তত ২৮ জনের প্রাণহানি হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরাও আগস্টে বন্যা ও ভূমিধসের কবলে পড়ে, যেখানে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement