ভারতীয় নৌবাহিনীতে যোগ হলো পরমাণু অস্ত্র বহনক্ষম দ্বিতীয় ডুবোজাহাজ
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ আগস্ট ২০২৪, ০৬:১৮
ভারতীয় নৌবাহিনীকে আরো শক্তিশালী করতে এবার আরেকটি পরমাণু অস্ত্র বহনক্ষম ডুবোজাহাজের অন্তর্ভুক্তি হলো। বৃহস্পতিবার নৌবাহিনীর নতুন সদস্য হলো ‘আইএনএস আরিঘাট’। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে নৌসেনার নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে ঘাতক এই ডুবোজাহাজ। এটি ‘আইএনএস আরিহন্ত’-এর থেকেও অত্যাধুনিক।
সূত্রের খবর, ‘আইএনএস আরিঘাট’-এ কে-১৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে। যে ক্ষেপণাস্ত্রগুলো ৭৫০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে অনায়াসে ধ্বংস করে দিতে সক্ষম। এই বৈশিষ্টই ‘আইএনএস আরিঘাট’কে আরো শক্তিশালী করে তুলেছে। এই ডুবোজাহাজ ঘণ্টায় ২২-২৮ কিলোমিটার বেগে চলতে পারে।
দেশীয় প্রযুক্তিতে বানানো হয়েছে এই ডুবোজাহাজ। ১১৩ মিটার দৈর্ঘ্যের এই জাহাজ সমুদ্রের ৯৮০ থেকে ১৪০০ ফুট নিচ দিয়ে চলতে পারে। এই ডুবোজাহাজটি অরিহন্ত গোত্রের অত্যাধুনিক এসএসবিএন (শিপ, সাবমার্সিবল, ব্যালিস্টিকস নিউক্লিয়ার)। এই জাহাজে চারটি কে ৪ ক্ষেপণাস্ত্র রয়েছে। যেগুলো ৩৫০০ কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। এ ছাড়াও রয়েছে ১২টি কে ১৫ এসএলবিএম (সাবমেরিন-লঞ্চড র্যালিস্টিক মিসাইল)। যেগুলো ৭৫০ কিমি দূরত্বের লক্ষ্যবস্তুকে ধ্বংস করার ক্ষমতা রাখে। ক্ষেণনাস্ত্র ছাড়াও ২১ ইঞ্চির চারটি টর্পোডো রয়েছে এই ডুবোজাহাজে।
পরমাণু শক্তিকে ব্যবহার করে এই জাহাজ সমুদ্রের উপরে ঘণ্টায় ২৮ কিলোমিটার বেগে চলবে। সমুদ্রের নিচে ঘণ্টায় এর গতিবেগ ৪৪ কিলোমিটার।
সূত্র : আনন্দবাজার পত্রিকা