ভারতে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেল এনডিএ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ আগস্ট ২০২৪, ০৬:১১
ভারতে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার ফিরে পেল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। মঙ্গলবার প্রকাশিত হওয়া রাজ্যসভার শূন্যপদের ফলাফলের পর রাজ্যসভায় এনডিএ-এর আসন সংখ্যা দাঁড়াল ১১২।
রাজ্যসভার সাম্প্রতিক উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯ আসনে জয়ী হয়েছে বিজেপি। ফলে রাজ্যসভায় বিজেপির আসন দাঁড়াল ৯৬। এনডিএ-এর সহযোগীরা জিতেছেন আরো দুই আসনে। পাশাপাশি, উপনির্বাচনে জয়ী হয়েছে বিজেপি-সমর্থিত এক নির্দল প্রার্থী এবং বিজেপির সমর্থনে জিতে আসা ৬ এমপি।
উল্লেখ্য, ২৪৫ আসনের রাজ্যসভায় এখনো খালি জম্মু-কাশ্মিরের চারটি আসন এবং চার মনোনীত এমপির আসন। ফলে রাজ্যসভায় এমপি সংখ্যা এখন ২৩৭। ফলে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৯টি আসন।
রাজ্যসভার এই উপনির্বাচনে তেলেঙ্গানা থেকে জয়ী হয়েছে কংগ্রেসের অভিষেক মনু সিংভি। বিরোধীদের আসন যার ফলে গিয়ে দাঁড়িয়েছে ৮৫-তে। ফের পার্লামেন্টে ফিরতে চলেছেন অভিষেক মনু সিংভি। তেলেঙ্গানা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তিনি৷ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের সমর্থনে রাজ্যসভা এমপি হিসেবে তার মেয়াদ শেষ হবার পর হিমাচল প্রদেশে রাজ্যসভা ভোটে দাঁড়িয়েছিলেন মনু সিংভি। কিন্তু ক্রস ভোটিংয়ের কারণে হিমাচলে হেরে যান তিনি।
কংগ্রেসের কে কেশব রাও রাজ্যসভার আসন ছেড়ে লোকসভায় জেতার পর সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন অভিষেক মনু সিংভি। এ ছাড়াও ত্রিপুরা, ওড়িশা, মহারাষ্ট্র, আসাম, হরিয়ানা এবং বিহার থেকে বিজেপি তথা এনডিএ-র একাধিক এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।
রাজস্থানে রণকৌশলের ভুলে রাজ্যসভার একটি আসন হারাল কংগ্রেস। রাজস্থান থেকে রাজ্যসভার এমপি থাকা সত্ত্বেও কেরল থেকে লোকসভা নির্বাচনে লড়াই করে জয়ী হন কংগ্রেসের কে সি বেণুগোপাল। বেণুগোপালের ছেড়ে যাওয়া আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা রবনীত সিং বিট্টু। যার ফলে সংখ্যার নিরিখে রাজ্যসভায় আরো সুসংহত হলো এনডিএ।
সূত্র : নিউজ১৮