২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেল এনডিএ

ভারতে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেল এনডিএ - ফাইল ছবি

ভারতে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার ফিরে পেল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। মঙ্গলবার প্রকাশিত হওয়া রাজ্যসভার শূন্যপদের ফলাফলের পর রাজ্যসভায় এনডিএ-এর আসন সংখ্যা দাঁড়াল ১১২।

রাজ্যসভার সাম্প্রতিক উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯ আসনে জয়ী হয়েছে বিজেপি। ফলে রাজ্যসভায় বিজেপির আসন দাঁড়াল ৯৬। এনডিএ-এর সহযোগীরা জিতেছেন আরো দুই আসনে। পাশাপাশি, উপনির্বাচনে জয়ী হয়েছে বিজেপি-সমর্থিত এক নির্দল প্রার্থী এবং বিজেপির সমর্থনে জিতে আসা ৬ এমপি।

উল্লেখ্য, ২৪৫ আসনের রাজ্যসভায় এখনো খালি জম্মু-কাশ্মিরের চারটি আসন এবং চার মনোনীত এমপির আসন। ফলে রাজ্যসভায় এমপি সংখ্যা এখন ২৩৭। ফলে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৯টি আসন।

রাজ্যসভার এই উপনির্বাচনে তেলেঙ্গানা থেকে জয়ী হয়েছে কংগ্রেসের অভিষেক মনু সিংভি। বিরোধীদের আসন যার ফলে গিয়ে দাঁড়িয়েছে ৮৫-তে। ফের পার্লামেন্টে ফিরতে চলেছেন অভিষেক মনু সিংভি। তেলেঙ্গানা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তিনি৷ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের সমর্থনে রাজ্যসভা এমপি হিসেবে তার মেয়াদ শেষ হবার পর হিমাচল প্রদেশে রাজ্যসভা ভোটে দাঁড়িয়েছিলেন মনু সিংভি। কিন্তু ক্রস ভোটিংয়ের কারণে হিমাচলে হেরে যান তিনি।

কংগ্রেসের কে কেশব রাও রাজ্যসভার আসন ছেড়ে লোকসভায় জেতার পর সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন অভিষেক মনু সিংভি। এ ছাড়াও ত্রিপুরা, ওড়িশা, মহারাষ্ট্র, আসাম, হরিয়ানা এবং বিহার থেকে বিজেপি তথা এনডিএ-র একাধিক এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

রাজস্থানে রণকৌশলের ভুলে রাজ্যসভার একটি আসন হারাল কংগ্রেস। রাজস্থান থেকে রাজ্যসভার এমপি থাকা সত্ত্বেও কেরল থেকে লোকসভা নির্বাচনে লড়াই করে জয়ী হন কংগ্রেসের কে সি বেণুগোপাল। বেণুগোপালের ছেড়ে যাওয়া আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা রবনীত সিং বিট্টু। যার ফলে সংখ্যার নিরিখে রাজ্যসভায় আরো সুসংহত হলো এনডিএ।

সূত্র : নিউজ১৮


আরো সংবাদ



premium cement
অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে : সারজিস মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার টেকনাফ সৈকতে নিখোঁজ : ১৫ ঘণ্টা পর ২ শিশু লাশ উদ্ধার জাবিতে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত : চালক আটক মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর : আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ ৪ দিনের সফরে বাংলাদেশে আইসিসির প্রধান কৌঁসুলি ২০২৩ সালে গড়ে দিনে ১৪০ নারী সঙ্গী-আত্মীয়ের হাতে নিহত : জাতিসঙ্ঘ গুম কমিশনের সুপারিশে নিরাপত্তা বাহিনীর কেউ বরখাস্ত হয়নি : প্রেস উইং পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় ৮০ জনের বেশি নিহত সাগরে নিম্নচাপ, আরো ঘনীভূত হতে পারে

সকল