ভারতে ১০ দিনে ৯০০ ধর্ষণ!
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ আগস্ট ২০২৪, ০৬:৩৭
কলকাতার আরজি কর হাসপাতালে তরুণ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার পর আবারো মুখ খুললেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আরজি কর ঘটনার প্রতিবাদে যখন পথে নেমেছেন সাধারণ, সচেতন নাগরিকরা, সেই সময়েই দেশে ঘটছে একের পর এক ধর্ষণের ঘটনা। এতকিছুর পরেও কেন ধর্ষণ বিরোধী আইন প্রণয়নে কোনো পদক্ষেপ করা হল না, তা নিয়েই এবার সরব হলেন অভিষেক।
বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, 'গত দশ দিনে গোটা দেশ যখন আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে আন্দোলন করছেন সকলে, সেই সময়ের মধ্যে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। দুঃখের বিষয় ধর্ষণের বিরুদ্ধে কোনও দীর্ঘমেয়াদি সমাধান আলোচিত হল না।'
অভিষেকের দাবি, 'প্রতিদিন ৯০টি, প্রতি ঘণ্টায় চারটি, ১৫ মিনিটে একটি ধর্ষণের ঘটনা ঘটে থাকে। ধর্ষণবিরোধী কঠোর আইন বলবৎ করা কতটা জরুরি তা স্পষ্ট। ৫০ দিনের মধ্যে গোটা বিচারপ্রক্রিয়ার নিষ্পত্তি এবং দোষীরা শাস্তি পাবে, এমন আইন আনা হোক। কেন্দ্রের কাছে ধর্ষণ বিরোধী কঠোর আইন চালু করার জন্য রাজ্য সরকারকেই ক্রমাগত চাপ দিতে হবে।'
সূত্র : আজকাল