২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতীয় যাত্রীদের নিয়ে নেপালের নদীতে বাস, ১৪ জনের মৃত্যু

নেপালের নদীতে পড়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাসটি - সংগৃহীত

নেপালে নদীতে পড়ে গেছে যাত্রীবোঝাই একটি বাস। বাসে যে ৪০ জন যাত্রী ছিলেন, তারা প্রত্যেকেই ভারতীয় বলে জানা গেছে। এই ঘটনায় ইতোমধ্যেই অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৬ জন।

শুক্রবার সকালে নেপালের তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে বাসটি পড়ে যায় বলে নেপাল পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।

তবে বাসটি কিভাবে দুর্ঘটনার কবলে পড়ল, তা এখনো স্পষ্ট নয়।

পুলিশের তরফে জানা গেছে, বাসটি ভারতীয় যাত্রীদের নিয়ে পোখরা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাচ্ছিল।

নেপাল পুলিশের তরফে তনহুঁ জেলার ডিএসপি দীপকুমার রায়া জানান, বাসটি উত্তরপ্রদেশ থেকে নেপালে গিয়েছিল। বাসটির নম্বরপ্লেটেও ‘ইউপি’ লেখা রয়েছে।

উত্তরপ্রদেশের এক সরকারি কর্মকর্তা জানান, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর খতিয়ে দেখে সেটির মালিকের নাম এবং রাজ্যের কোনো বাসিন্দা দুর্ঘটনার কবলে পড়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসের ভারতীয় যাত্রীরা পোখরা শহরের একটি রিসোর্টে ছিল। শুক্রবার সকালে তাদের নিয়ে বাসটি কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিয়েছিল। রাস্তাতেই ঘটে দুর্ঘটনা।

গত জুলাই মাসে নেপালের ত্রিশূলি নদীতে ভেসে গিয়েছিল দু’টি বাস। দু’টি বাস মিলিয়ে মোট ৬৫ জন যাত্রী ছিল। গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে নেপালে। ফুঁসছে পাহাড়ি নদীগুলো। চলতি বর্ষার মৌসুমে নেপালে এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯০ জন।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement