ভারতে ৮ বাংলাদেশী আটক
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ আগস্ট ২০২৪, ২০:৩৭
ভারতে বিভিন্ন স্থান থেকে অন্তত ৮ বাংলাদেশীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। মহারাষ্ট্রের থানে ও আসামের করিমগঞ্জ জেলা থেকে তাদের আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মহারাষ্ট্রের থানে জেলায় অবৈধভাবে অবস্থানের অভিযোগে পাঁচ বাংলাদেশী নারীকে আটক করেছে স্থানীয় পুলিশ। আটকের সময় তাদের কাছে বৈধ কোনো নথি পাওয়া যায়নি।
পাসপোর্ট (ভারতে প্রবেশ) ও ফরেইনারস অ্যাক্টের আওতায় মীরা রোড ও নয়ানগর থানায় তাদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। আটক পাঁচ বাংলাদেশীর বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: পিটিআই