মাঙ্কিপক্স নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ আগস্ট ২০২৪, ২৩:৪৬
মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার পর পাকিস্তানে এই রোগের বিস্তার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
শনিবার (১৭ আগস্ট) পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মাঙ্কিপক্সের বিস্তার রোধে এক বৈঠকে বিমানবন্দর, সমুদ্রবন্দর ও সীমান্তে স্ক্রিনিং প্রক্রিয়া আরও কার্যকর করার নির্দেশ দিয়েছেন নওয়াজ শরিফ।
বিবৃতিতে বলা হয়েছে, ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারকে প্রতিদিন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করতে বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ফেডারেল কর্তৃপক্ষকেও এই রোগের বিস্তার রোধে প্রাদেশিক সরকারগুলোর সাথে আরো ভালো সমন্বয় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। এ ব্যাপারে একটি কার্যকর ও ব্যাপক সচেতনতা প্রচার শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিবৃতিতে আরো বলা হয়, চিকিৎসা ও পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব কিট ও ডিভাইস স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে সহজলভ্য করারও নির্দেশ দিয়েছেন শেহবাজ শরিফ।
সূত্র : ইউএনবি