২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

১০ বছর পর বিধানসভা নির্বাচন হতে চলেছে কাশ্মিরে

১০ বছর পর বিধানসভা নির্বাচন হতে চলেছে কাশ্মিরে - ছবি : সংগৃহীত

১০ বছর পর বিধানসভা নির্বাচন হতে চলেছে কাশ্মিরে। শুক্রবার সাংবাদ সম্মেলন করে উপত্যকার নির্বাচনী ঘোষণা করেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন।

শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা করেছেন, এবার কাশ্মিরে ভোট হবে ৩ দফায়। ভোটগ্রহণ ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। ২০ তারিখেই ঘোষিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। ভোটের ফল ঘোষণা হবে ৪ অক্টোবর। হরিয়ানায় অবশ্য বিধানসভা নির্বাচন হবে এক দফাতেই। সেখানে ভোট ১ অক্টোবর এবং ফল ঘোষণা ৪ অক্টোবর।

মনে করা হচ্ছিল, শুক্রবার একসাথে কাশ্মির, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের ভোট ঘোষণা করবে কমিশন। তবে কাশ্মির এবং হরিয়ানা ছাড়া বাকি ২ রাজ্যের নির্বাচনী ঘোষণা করা হয়নি।

৩৭০ ধারা বাতিল সংক্রান্ত মামলায় গত বছর শীর্ষ আদালত জানিয়ে দেয়, কাশ্মিরে গণতন্ত্রের পুনরুত্থান জরুরি। ৩০ সেপ্টেম্বর ২০২৪ সালের মধ্যে এই রাজ্যের নির্বাচন করাতে হবে। সেই মতো ৩ দফায় ভোটের সূচি ঘোষণা করল কমিশন।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এদিন বলেন, গত লোকসভা নির্বাচনে কাশ্মিরের মানুষ যেভাবে গণতন্ত্রকে বেছে নিয়েছেন তাতে বুলেটের বিরুদ্ধে ব্যালটের জয় হয়েছে।

জম্মু ও কাশ্মিরের মোট ৯০টি আসনে বিধানসভা ভোট হবে ৩ দফায়। শেষবার ২০১৪ সালে ভোট হয়েছিল কাশ্মিরে। সেবার সরকার গড়ে বিজেপি-পিডিপি জোট। আর হরিয়ানায় ৯০ আসনে ভোট গ্রহণ হবে এক দফাতেই। হরিয়ানায় এই মুহূর্তে ক্ষমতায় বিজেপি।
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement

সকল