২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

১০ বছর পর বিধানসভা নির্বাচন হতে চলেছে কাশ্মিরে

১০ বছর পর বিধানসভা নির্বাচন হতে চলেছে কাশ্মিরে - ছবি : সংগৃহীত

১০ বছর পর বিধানসভা নির্বাচন হতে চলেছে কাশ্মিরে। শুক্রবার সাংবাদ সম্মেলন করে উপত্যকার নির্বাচনী ঘোষণা করেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন।

শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা করেছেন, এবার কাশ্মিরে ভোট হবে ৩ দফায়। ভোটগ্রহণ ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। ২০ তারিখেই ঘোষিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। ভোটের ফল ঘোষণা হবে ৪ অক্টোবর। হরিয়ানায় অবশ্য বিধানসভা নির্বাচন হবে এক দফাতেই। সেখানে ভোট ১ অক্টোবর এবং ফল ঘোষণা ৪ অক্টোবর।

মনে করা হচ্ছিল, শুক্রবার একসাথে কাশ্মির, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের ভোট ঘোষণা করবে কমিশন। তবে কাশ্মির এবং হরিয়ানা ছাড়া বাকি ২ রাজ্যের নির্বাচনী ঘোষণা করা হয়নি।

৩৭০ ধারা বাতিল সংক্রান্ত মামলায় গত বছর শীর্ষ আদালত জানিয়ে দেয়, কাশ্মিরে গণতন্ত্রের পুনরুত্থান জরুরি। ৩০ সেপ্টেম্বর ২০২৪ সালের মধ্যে এই রাজ্যের নির্বাচন করাতে হবে। সেই মতো ৩ দফায় ভোটের সূচি ঘোষণা করল কমিশন।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এদিন বলেন, গত লোকসভা নির্বাচনে কাশ্মিরের মানুষ যেভাবে গণতন্ত্রকে বেছে নিয়েছেন তাতে বুলেটের বিরুদ্ধে ব্যালটের জয় হয়েছে।

জম্মু ও কাশ্মিরের মোট ৯০টি আসনে বিধানসভা ভোট হবে ৩ দফায়। শেষবার ২০১৪ সালে ভোট হয়েছিল কাশ্মিরে। সেবার সরকার গড়ে বিজেপি-পিডিপি জোট। আর হরিয়ানায় ৯০ আসনে ভোট গ্রহণ হবে এক দফাতেই। হরিয়ানায় এই মুহূর্তে ক্ষমতায় বিজেপি।
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement
জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির স্বর্ণের দাম ভরিতে ১,৮৯০ টাকা কমেছে খালেদা জিয়ার সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা ‘মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বিএনপি’ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ কোনো পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : তথ্য উপদেষ্টা সিলেটে ব্যবসায়ী হত্যায় বাবাসহ ২ ছেলের মৃত্যুদণ্ড ভারতে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে নিহতের ঘটনায় জামায়াতের প্রতিবাদ গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে ব্রিজ থেকে পড়ে নদীতে, নিহত ৩ গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ

সকল