পাকিস্তানি তরুণদের অনুপ্রাণিত করেছে বাংলাদেশের ছাত্র আন্দোলন
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ আগস্ট ২০২৪, ০৭:৫০
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী ৩০ আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আল্টিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন (পিএসএফ)।
সম্প্রতি বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ধারণা করা হচ্ছে, এই আন্দোলন পাকিস্তানের তরুণদের অনুপ্রাণিত করেছে। পিএসএফ সতর্ক করেছে, তাদের দাবি পূরণ না হলে, দেশব্যাপী বিক্ষোভ শুরু হবে, যা দেশটিতে চলমান রাজনৈতিক উত্তেজনাকে আরো তীব্র করে তুলবে।
সংবাদ সংস্থা পিটিআই-এর সূত্রে জানা গেছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি উল্লেখযোগ্য সমাবেশের পর মঙ্গলবার (৬ আগস্ট) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ঘোষণা করেছে যে তারা ইমরান খানের মুক্তির দাবিতে এই মাসের শেষের দিকে ইসলামাবাদে একটি বিশাল সমাবেশ করবে।
এর আগে সোমবার, পিটিআই সোয়াবি জেলায় একটি সমাবেশ করে, যেখানে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর, পার্টির চেয়ারম্যান গোহর আলী খান এবং মহাসচিব ওমর আইয়ুব উপস্থিতদের উদ্দেশে ভাষণ দেন। ভাষণে মুখ্যমন্ত্রী গন্ডাপুর বলেন, সাবেক ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা দেশের বৃহত্তম দলের নেতাকে আর কারাবন্দী করে রাখা যাবে না।
ইসলামাবাদের ডি চকে একটি বড় সমাবেশের পরিকল্পনা করছেন বলেও তিনি জানান।
সমর্থকদের আশ্বস্ত করে গন্ডাপুর আরো বলেন, পিটিআই যদি ক্ষমতায় আসে তাহলে তারা সন্ত্রাসবাদ নির্মূল করবে। এবং দেশে চলমান অন্যায়-অত্যাচারের বিচার করবে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট গ্রেফতার হওয়া ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার আগে প্রাথমিকভাবে বন্দী করে রাখা হয়েছিল। তিনি ২০০টিরও বেশি মামলার মুখোমুখি হয়েছেন এবং কয়েকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন।
সূত্র : পাকিস্তান ট্রিবিউন