২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রয়োজনে বাংলাদেশে হস্তক্ষেপ করবেন মোদি : বিজেপি নেত্রী

- ছবি : হিন্দুস্তান টাইমস

প্রয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে হস্তক্ষেপ করবেন বলে মন্তব্য করেছেন বিজেপী নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

তিনি বলেন, ‘শেখ হাসিনা ভারতে এসেছেন। তার কারণ, তিনি বিশ্বাস করেন যে আমাদের দেশ নরেন্দ্র মোদির নেতৃত্বে নিরাপদ আছে। পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক ও ভাষাগত দিক থেকে বাংলাদেশের সাথে সংযুক্ত। আমরা আশা করছি, বাংলাদেশে স্বাভাবিক অবস্থা খুব তাড়াতাড়ি ফিরবে। আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই হস্তক্ষেপ করবেন প্রয়োজন হলে।’

বাংলাদেশ থেকে ১০ কিলোমিটার দূরে ভারত সীমান্তে সি ১৩০ এয়ারক্রাফ্ট ইতোমধ্যেই দেখা গিয়েছে। এই এয়ারক্রাফ্টের গতিবিধির দিকে নজর রেখেছে ভারত। সেখান থেকে ডাক এসেছে বলেও শোনা গেছে। মনে করা হচ্ছে, এই এয়ারক্রাফ্ট বাংলাদেশের সদ্য পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর হাসিনার ভারতে আসার জল্পনার মধ্যেই নরেন্দ্র মোদিকে নিয়ে বড় আশাবাদ ব্যক্ত করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement