২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত বিচারকদের পাহারা দিয়ে নিয়ে যাওয়া দুই পুলিশ

রাওয়ালপিন্ডিতে একজন বিচারককে বহনকারী একটি গাড়ির দিকে স্যালুট জানাচ্ছেন একজন পুলিশ। রাওয়ালপিন্ডি, পাকিস্তান জানুয়ারি ৩০,২০২৪। তিনজন বিচারককে বহনকারী একটি গাড়িতে তাংকে আচমকা আক্রমণ চালালে দু’জন পুলিশ নিহত হয়। আগস্ট ২, ২০২৪। ফাইল ছবি - ছবি : ভয়েস অব আমেরিকা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শুক্রবার সন্দেহভাজন উগ্রবাদীরা স্থানীয় বিচারকদের বহনকারী একটি গাড়িতে আচমকা গুলি করে দু’জন পুলিশকে হত্যা করেছে। এই পুলিশরা বিচারকদের পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল।

আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে উগ্রবাদীদের আক্রান্ত তাংক জেলায় এই প্রাণঘাতী গুলি করার ঘটনা ঘটে।

ওই অঞ্চলের পুলিশ কর্মকর্তারা বলছেন, এই আক্রমণে তাদের দু’জন সহকর্মীও আহত হন, কিন্তু তিনজন বিচারকের সকলেই অক্ষত রয়েছেন।

কোনো গোষ্ঠীই তাৎক্ষণিকভাবে এই গুলি করার ঘটনার কোনো দায় স্বীকার করেনি।

বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি’র সাথে সম্পৃক্ত উগ্রবাদীরা তাংক এবং তার আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের ওপর নিয়মিতভাবে হামলা চালায় এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের আক্রমণে কয়েক ডজন লোক নিহত হয়।

বুধবার অজ্ঞাত হামলাকারীরা তাংক’এ জাতিসঙ্ঘ উন্নয়ন দফতরের পাকিস্তানি স্টাফদের বহনকারী একটি বুলেটপ্রুফ গাড়িতে গুলি চালায় কিন্তু তাদের কোনো ক্ষতি হয়নি।

পাকিস্তান বলে আসছে যে টিটিপি, যারা পাকিস্তানি তালিবান নামেও পরিচিত এবং অন্যান্য রাষ্ট্রবিরোধী উগ্রবাদী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত যারা আফগানিস্তানে নিরাপদ আশ্রয় নিয়ে সীমান্তের ওপার থেকে হামলা চালাচ্ছে।

বৃহস্পতিবার তার সাপ্তাহিক সংবাদ ব্রিফিং-এ পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্রী মুমতাজ বালুচ আবারো জোর দিয়ে বলেন, ‘টিটিপিসহ আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর লুকিয়ে থাকার এবং অভয় আশ্রয়ের স্থান রয়েছে, যারা কিনা পাকিস্তানের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি দিয়ে চলেছে। আমরা আফগানিস্তানের প্রতি আহ্বান জানাচ্ছি, টিটিপিসহ এই সব সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে তারা যেন অবিলম্বে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং এটা নিশ্চিত করে যে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ব্যবহারের স্থান যেন আফগানিস্তান না হয়ে ওঠে।’

আফগানিস্তানের বর্তমান তালিবান সরকার সে দেশে বিদেশী উগ্রবাদীদের উপস্থিতির কথা অস্বীকার করে বলেছে তারা আফগানিস্তানের মাটি থেকে পাকিস্তানসহ কোনো প্রতিবেশি দেশকে কেউ হুমকি দিক তা তারা হতে দিবে না।

আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদের উদ্ভব ও হুমকি নিয়ে যুক্তরাষ্ট্র ও জাতিসঙ্ঘ উদ্বেগ প্রকাশ করেছে। তারা আফগানদের সাথে সম্পৃক্ত ইসলামিক স্টেট খোরাসান বা আইএস-কে সবচেয়ে গুরুতর আঞ্চলিক হুমকি বলে চিহ্নিত করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখ্য উপ-মুখপাত্র বেদান্ত পাটেল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আইসিস-কে হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী চক্রজাল যারা আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসী হামলা চালানোর ইচ্ছা পোষণ করে এবং তাদের সেই সক্ষমতা রয়েছে। এই আইসিস-কে হচ্ছে উগ্রবাদী চক্রের আফগান শাখার আদ্যাক্ষর।

পাটেল বলেন, আফগানিস্তান কখনই যেন যুক্তরাষ্ট্র কিংবা তার মিত্রদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ‘শুরু করার ক্ষেত্রে পরিণত না হয়’ আফগানিস্তানকে সে নিশ্চয়তা দেয়ার জন্য ওয়াশিংটন কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ‘আমরা সহযোগী ও মিত্রদের সাথে, যারা ওই অঞ্চলে রয়েছেন তাদের সাথেও সহযোগিতা করে চলেছি এবং আফগানিস্তান থেকে এই বহির্দেশীয় হুমকি প্রতিরোধে কাজ করে যাচ্ছি যার মধ্যে রয়েছে সন্ত্রাসীদের ভর্তি করার প্রচেষ্টা প্রতিহত করতে আমাদের শরিকদের সাথে প্রচেষ্টা চালিয়ে যাওয়া।’

জাতিসঙ্ঘের একটি সাম্প্রতিক প্রতিবেদনে অনুমান করা হয়েছে, ৬ হাজার ৫০০-এর মতো টিটিপি উগ্রবাদী আফগানিস্তানে রয়েছে এবং তারা প্রশিক্ষণ পাচ্ছে। তাছাড়া তারা সেখানে আল-ক্বায়দা পরিচালিত ক্যাম্পগুলোতে রয়েছে যার ফলে পাকিস্তানে আরো হামলা হতে পারে।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement