কেরালায় ভূমিধসে মৃত্যু ১৯
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ জুলাই ২০২৪, ১১:১৯
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভারী বৃষ্টিপাতের জেরে ভয়াবহ ভূমিধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এতে আটকে পড়েছে আরো শতাধিক মানুষ।
রাজ্যের ওয়েনাড় জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ধসের জেরে মৃত্যু হয়েছে এক বছরের শিশুসহ ১৯ জনের। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
একই সাথে কয়েক শ’ মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কাপ্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। অনেকের খোঁজ মিলছে না।
গত কয়েক দিন ধরেই ভারী বর্ষণ হচ্ছে ওয়েনাড়ে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে ওয়েনাড়ের পার্বত্য এলাকায় প্রথম ধস নামার খবর পাওয়া যায়। ভোর ৪টা ১০ মিনিটে আরো একটি জায়গায় ধস নামার খবর আসে। ভোরেই রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের সাথে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর।
সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, বিমান বাহিনীর দু’টি হেলিকপ্টারকেও উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বিজয়ন একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানান, ‘উদ্ধারকাজে গতি আনতে সব রকম পদক্ষেপ করা হয়েছে।’
তবে বৃষ্টির কারণে মাঝেমধ্যেই উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তিনি জানান, কেরালার মুখ্যমন্ত্রী বিজয়নের সাথে তার কথা হয়েছে। কেন্দ্রের তরফে কেরল সরকারকে সব রকম সাহায্য করারও আশ্বাস দিয়েছেন তিনি।
ওয়েনাড়ের এই বিপর্যয় নিয়ে এক্সে পোস্ট করেছেন কংগ্রেস নেতা তথা এই লোকসভা কেন্দ্রের সাবেক সাংসদ রাহুল গান্ধীও। রাহুলও জানান, উদ্ধারকাজের বিষয়ে তার সাথে কেরালার মুখ্যমন্ত্রী এবং স্থানীয় জেলাশাসকের কথা হয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমস