ত্রিপুরায় একইসাথে ২৩ বাংলাদেশীকে গ্রেফতার
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ জুলাই ২০২৪, ১৮:১৮
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হিংসা পরবর্তী সময়ে পুলিশি ধরপাকড় এখনো অব্যাহত। এরই মধ্যে ত্রিপুরায় একইসাথে ২৩ বাংলাদেশীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
শনিবার (২৮ জুলাই) রাতে আগরতলা স্টেশন চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে এক দালালও রয়েছেন। গ্রেফতার সবাই-ই চাপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এতজন বাংলাদেশী নাগরিক একসাথে কী করছিলেন, এর সাথে আরো বড় কোনো চক্র জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। যে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বেশিরভাগেরই বয়স তিরিশের বছরের নিচে। ১৯ বছর বয়সীও বেশ কয়েকজন যুবক রয়েছেন।
উল্লেখ্য, গত ২১ জুলাই তৃণমূলের ‘শহিদ সমাবেশ’-এর মঞ্চ থেকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তিনি জানিয়েছিলেন, অসহায় কেউ এসে যদি বাংলায় নক করে, তা হলে ফেরানো হবে না।
মমতার ওই মন্তব্য নিয়ে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ সরকার। তার মন্তব্যের কারণে ‘বিভ্রান্তি’ ছড়িয়েছে বলে দাবি করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এরপর এ দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ওই মন্তব্য নিয়ে আপত্তি জানানো হয়েছিল। কেন্দ্রকে পাল্টা দিয়ে আবার মমতাও শুনিয়ে দিয়েছিলেন, তাকে যেন না শেখানো হয়। বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমি খুব ভাল জানি।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা