২০৬০ সাল থেকে কমবে ভারতের জনসংখ্যা, চীন ও বিশ্বে যা হবে
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ জুলাই ২০২৪, ০৭:৩০
ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। দেশটিতে জনসংখ্যা আরো বাড়বে। ২০৬০ সালে এটা একেবারে শিখরে পৌঁছবে। তখন ভারতের জনসংখ্যা পৌঁছবে ১.৭ বিলিয়নে। এরপর সেটা ১২ শতাংশে নামতে থাকবে। তবে জাতিসঙ্ঘ জানিয়েছে, এই গোটা শতাব্দীজুড়ে ভারত বিশ্বের সবচেয়ে জনসংখ্যা বিশিষ্ট দেশ হিসেবেই থেকে যাবে।
দি ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২৪ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী ৫০-৬০ বছর ধরে বিশ্বের জনসংখ্যা ক্রমশ বাড়তেই থাকবে। ২০৮০ সালের মাঝামাঝি একবারে শিখরে যাবে। তখন জনসংখ্যা হবে ১০.৩ বিলিয়ন। ২০২৪ সালে জনসংখ্য়া ৮.২ বিলিয়ন। এরপর থেকে জনসংখ্যা কমতে থাকবে। এরপর সেটা কমতে কমতে ১০.২ বিলিয়ন হয়ে যাবে।
এদিকে এই রিপোর্টে বলা হয়েছে ভারত জনসংখ্যার নিরিখে এগিয়ে থাকার বিষয়টি ২১০০ সাল পর্যন্ত ধরে রাখতে পারবে। ইউএন রিপোর্টে বলা হয়েছে, ২০৬০ সালে ভারত জনসংখ্যার নিরিখে একেবারে শিখরে যাবে। এরপর ১২ শতাংশ কমতে থাকবে।
রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সালে ভারতের জনসংখ্যা ১.৪৫ বিলিয়ন। ২০৫৪ সালে এটা হবে ১.৬৯ বিলিয়ন। এরপর ২১০০ সাল আসার আগে পর্যন্ত ভারতের জনসংখ্যা কমতে থাকবে। তবে গোটা বিশ্বের মধ্যে এই দেশ জনসংখ্যায় সবার আগেই থাকবে।
পিটিআইয়ের করা একটা প্রশ্নের উত্তরে ভারতের সিনিয়র পপুলেশন অফিসার ক্লারে মেনোজ্জি বলেন, জনসংখ্যার নিরিখে বিশ্বের মধ্যে এক নম্বরে ভারত।
এদিকে আয়তনের দিক থেকে অনেকটাই বেশি চীন। তবে সেই চীনের জনসংখ্যা সর্বোচ্চ হারে কমতে পারে। ২১০০ সালে চীনে বর্তমান জনসংখ্যার তুলনায় অর্ধেক হয়ে যাবে। ১৯৫০ সালে তাদের যেমন জনসংখ্যা ছিল তেমন হয়ে যেতে পারে।
সূত্র : হিন্দুস্তান টাইমস