নিজের সার্ভিস রাইফেলের গুলিতে মৃত বিএসএফের তরুণী জওয়ান, আত্মহত্যা?
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ জুলাই ২০২৪, ০৭:১৬
কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের এক মহিলা জওয়ানের। স্থানীয় সময় বুধবার রাত পৌনে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার সীমান্তবর্তী এলাকায়। বিএসএফের ৬৮ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ওই মহিলা জওয়ানের নাম অনামিকা কুমারী (২৫)। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, তার বাড়ি বিহারের সরণ জেলার অবতারপুরে। তবে কিভাবে ওই জওয়ান নিজেরই ইনসাস রাইফেলের গুলিতে জখম হলেন তা এখনো স্পষ্ট নয়। ধানতলা থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে বিষয়টির তদন্ত শুরু করেছে।
বিএসএফ সূত্রে জানা গেছে, বুধবার রাতে নদিয়ার বর্ডার আউট পোস্ট ইছামতী থেকে রাতের ডিউটিতে বেরিয়েছিলেন অনামিকা। সাথে ছিল ইনসাস রাইফেল। তার পর রাত পৌনে ১০টা নাগাদ আচমকাই গুলির শব্দ শোনা যায়। অন্য জওয়ানরা সেই শব্দের উৎস সন্ধানে বেরিয়ে রাস্তায় অনামিকার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেন। তার পর তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় নিকটবর্তী দত্তফুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই তরুণীকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার অনেকটা আগেই ওই তরুণীর মৃত্যু হয়েছে।
ডিউটিতে বের হওয়ার আগে অনামিকার মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ করেননি বলেই জানিয়েছেন তার এক সহকর্মী। এটি আত্মহত্যা না কি দুর্ঘটনা তা নিয়েও সংশয় রয়েছে। তবে বিএসএফের দাবি, প্রাথমিকভাবে তাদের এই ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। অন্য দিকে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই সবটা স্পষ্ট হবে। তার আগে কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা