২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘বন্ধু’ পুতিনের সাক্ষাতের অপেক্ষায় মোদি

ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি - ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ‘বন্ধু’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাতের অপেক্ষায় আছেন। তিনি নিজেই মস্কোর উদ্দেশে যাত্রা করার আগে এমন কথা বলেন।

মোদি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, ‘আমি আমার বন্ধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দ্বি-পক্ষীয় সহযোগিতার সমস্ত দিক পর্যালোচনা এবং বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে মত বিনিময়ের অপেক্ষায় আছি।’

মোদি উল্লেখ করেন, তিনি ২২তম বার্ষিক দ্বি-পক্ষীয় শীর্ষ সম্মেলনের জন্য সরকারি সফরে রাশিয়ায় যাচ্ছেন।

প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট করে বলেন, ‘ভারত এবং রাশিয়ার মধ্যে বিশেষ এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব গত ১০ বছরে অনেক দূর এগিয়েছে। এমন অগ্রগতির মধ্যে রয়েছে বিদ্যুৎ, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন এবং জনগণের মধ্যে তথ্য আদান-প্রদান।’

তিনি বলেন, ভারত ও রাশিয়া একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল অঞ্চলের জন্য সহায়ক ভূমিকা পালন করতে চায়।

মোদি আরো বলেন, ‘এ সফর আমাকে রাশিয়ায় প্রাণবন্ত ভারতীয় কমিউনিটির লোকজনের সাথে দেখা করার সুযোগ দেবে।’
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement