ইসরাইলকে গোপনে অস্ত্র দিচ্ছে ভারত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জুন ২০২৪, ১৮:৫৫
চলতি বছরের ১৫ মে ভোরবেলা স্প্যানিশ উপকূলে নোঙর করে কার্গো জাহাজ বোরকুম। তখন স্পেনের কার্তাগেনা বন্দরে জড়ো হয়েছিলেন অনেক বিক্ষোভকারী। তারা কর্তৃপক্ষকে জাহাজটি পরিদর্শন করার আহ্বান জানায়। তাদের সন্দেহ হচ্ছিল যে এই জাহাজে ইসরাইলের জন্য অস্ত্র পরিবহন করা হচ্ছে।
ইউরোপীয় পার্লামেন্টের বামপন্থী সদস্যরা স্প্যানিশ প্রেসিডেন্ট পেদ্রো সানচেজকে তখন একটি চিঠি পাঠায়। তারা অনুরোধ করেছেন, যেন জাহাজটিকে নোঙর করতে না দেয়া হয়। কারণ, ইসরাইলের জন্য অস্ত্র পরিবহনকারী কোনো জাহাজকে অনুমতি দেয়ার অর্থ হচ্ছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যার জন্য বর্তমানে তদন্তাধীন একটি দেশে অস্ত্র পরিবহনের অনুমতি দেওয়া। পরে স্প্যানিশ সরকার কোনো ব্যবস্থা নেয়ার আগেই জাহাজটি কার্তাগেনা বন্দর ত্যাগ করে স্লোভেনিয়ান বন্দর কোপারে চলে যায়।
জাহাজটি স্পেনের বন্দরে না ভেড়ার পর এক রাজনীতিবিদ জানান, তাদের ধারণাই ঠিক ছিল। ওই জাহাজটি অস্ত্র পরিবহন করছিল।
আল জাজিরার পর্যবেক্ষণ অনুসারে, জাহাজটিতে ভারতীয় বিস্ফোরক বোঝাই ছিল। এটি গাজা উপত্যকা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ইসরাইলের আশদোদ বন্দরের দিকে যাচ্ছিল। সামুদ্রিক ট্র্যাকিং সাইটগুলি দেখায় যে এটি ২ এপ্রিল দক্ষিণ-পূর্ব ভারতের চেন্নাই বন্দর ত্যাগ করে। এরপর লোহিত সাগরের মধ্য দিয়ে ট্রানজিট এড়াতে আফ্রিকা প্রদক্ষিণ করেছে। যেন ইয়েমেনের হাউছিরা তাতে আক্রমণ করতে না পারে।
ফিলিস্তিনি দখলদারিত্বের বিরুদ্ধে সলিডারিটি নেটওয়ার্কের অনানুষ্ঠানিকভাবে প্রাপ্ত ডকুমেন্টেশনে উল্লেখিত শনাক্তকরণ কোডগুলো থেকে বোঝা যায় যে ‘বোরকুম’ নামের জাহাজটিতে ছিল ২০ টন রকেট ইঞ্জিন, ১২ দশমিক ৫ টন বিস্ফোরকসহ রকেট, ১ হাজার ৫০০ কেজি বিস্ফোরক দ্রব্য এবং কামানের ৭৪০ কেজি চার্জস এবং প্রপেলান্টস।
গোপনীয়তার একটি অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে সকল কর্মচারী, পরামর্শদাতা বা অন্যান্য প্রাসঙ্গিক পক্ষকে বাধ্যতামূলক করা হয়েছিল যে কোনো অবস্থাতেই তারা আইএমআই সিস্টেম বা ইসরাইলের নাম রাখবেন না। প্রতিরক্ষা সংস্থা আইএমআই সিস্টেমস ২০১৮ সালে ইসরাইলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক এলবিট সিস্টেমস কিনেছিল।
জাহাজের বাণিজ্যিক ব্যবস্থাপক জার্মান কোম্পানি এমএলবি ম্যানফ্রেড লাউটারজং বেফ্রাচতুং আল জাজিরাকে বলেছেন, জাহাজটির গন্তব্য ইসরাইলের জন্য কোনো অস্ত্র বা অন্য কোনো পণ্য লোড করেনি।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা