লোকসভায় বিরোধী দলনেতা হলেন রাহুল গান্ধী
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জুন ২০২৪, ০৭:২৪
জল্পনার অবসান। লোকসভার বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠক চলাকালীন এই ঘোষণা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। মঙ্গরবারই সংবিধান হাতে শপথগ্রহণ করেন রাহুল। এর কয়েক ঘণ্টার মধ্যে কংগ্রেসের তরফে এ ঘোষণা করা হলো। কে সি বেণুগোপাল জানিয়েছেন, মঙ্গলবারই কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবকে চিঠি দিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিষয়ে জানিয়েছেন।
চলতি বছর লোকসভা নির্বাচনে ৯৯ আসনে জয়ী হয়েছে কংগ্রেস। ৯ জুন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে একযোগে সকলেই বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীকে দায়িত্ব নিতে অনুরোধ করে প্রস্তাব পাশ করেন। যদিও রাহুল তৎক্ষণাৎ সিদ্ধান্তের কথা জানাননি।
অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের শুরুতেই স্পিকার নির্বাচন ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই পরিস্থিতিতেই রাহুলকে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করল কংগ্রেস।
সূত্র : আজকাল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা