আসামে ভয়াবহ বন্যা, মৃত ৩০
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ জুন ২০২৪, ১৫:২০
ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের আসাম রাজ্যে। অব্যাহত বৃষ্টির জেরে এমন ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে। এর ফলে এ পর্যন্ত ৩০ জন মারা গেছে। বানভাসী পরিস্থিতিতে পড়ে রয়েছেন ১.৬১ লাখ মানুষ। ১৫টি জেলাজুড়ে এমন কঠিন অবস্থা দেখা গেছে। এই বন্যার জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধু তাই নয়, এর সাথে বেড়েছে ধস। এই ধস নেমেছে করিমগঞ্জ জেলার বদরপুর অঞ্চলে। তাতে পাঁচজন মানুষ মারা গেছে বলে খবর। এদের মধ্যে একজন মহিলা, তার তিন মেয়ে এবং তিন বছরের পুত্রসন্তান রয়েছে। মর্মান্তিক এই বন্যায় আসামজুড়ে শোনা যাচ্ছে শুধুই হাহাকার এবং স্বজন হারানোর কান্না।
এদিকে মঙ্গলবার রাতে বড়রকমের ধস নেমেছে গৈনাচোরা গ্রামে। এই ধস নামার ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০টির বেশি। মে মাসে রেমাল ঘূর্ণিঝড়ের সময় থেকে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩০ ছাড়িয়েছে। এই বিষয়ে করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পার্থপ্রতিম দাস বলেন, ‘গতকাল মাঝরাতে খবর আসে ধস নেমেছে গৈনাচোরা গ্রামে। যেটা বদরপুর থানার অন্তর্গত। এই খবর আসার পরই বদরপুর থানার ওসি কর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছেছে এসডিআরএফ বাহিনী। যৌথভাবে উদ্ধারকাজ শুরু হয়েছে। তিন ঘণ্টা উদ্ধারকাজ চালানোর পর ধ্বংসস্তূপ থেকে পাঁচজনের লাশ উদ্ধার করে।’
অন্যদিকে নাগাড়ে বৃষ্টির সঙ্গে ঝড় পর্যন্ত চলছে অসমে। আর যে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে তাদের চিহ্নিত করা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতরা হচ্ছে- রায়মুন নেসা (৫৫), তার তিন মেয়ে শাহিদা খানাম (১৮), জাহিদা খানাম (১৬), হামিদা খানাম (১১)। আর পুত্রসন্তানের নাম মেহেদি হাসান (৩)। এই বন্যায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বাড়িঘর, গবাদি পশু, চাষের জমি সব পানির তলায় চলে গেছে। আসাম বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষ সূত্রে খবর, করিমগঞ্জ জেলা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ১৩৩ জন মানুষ।
এছাড়া প্রাকৃতিক দুর্যোগের জেরে ১,৩৭৮.৬৪ হেক্টর চাষের জমি পানির তলায় চলে গেছে। উদ্ধারকাজ এখনো চলছে। ৫ হাজার ১১৪ মানুষকে আশ্রয় শিবিরে নিয়ে আসা হয়েছে। ৪৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এই বন্যার জেরে গ্রামের পরিকাঠামো, রাস্তাঘাট, সেতুর ভয়ানক ক্ষতি হয়েছে। খানের কপিলি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। এই বন্যায় ব্যাপক প্রভাব পড়েছে বিশ্বনাথ, লখিমপুর, হোজাই, বনগাঁইগাঁও, নলবাড়ি, তামূলপুর, উদলগুড়ি, দারাং, ধেমাজি, হায়লাকান্দি, করিমগঞ্জ, গোয়ালপাড়া, নগাঁও, চিরঙ্গ এবং কোকরাঝাড়।
সূত্র : হিন্দুস্তান টাইমস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা