২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কাশ্মির ইস্যুতে অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলার অনুমতি

ভারতীয় লেখিকা ও অ্যাক্টিভিস্ট অরুন্ধতী রায়। - ছবি : সংগৃহীত

কাশ্মির ইস্যুতে ‘উসকানিমূলক’ বক্তব্য দেয়ায় ভারতীয় লেখিকা ও অ্যাক্টিভিস্ট অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা করার অনুমতি দেয়া হয়েছে। এ মামলায় দোষী সাব্যস্ত হলে অরুন্ধতী রায়ের সাত বছরের কারাদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে।

২০১০ সালে দায়ের করা এফআইআরকে কেন্দ্র করে সন্ত্রাসদমন আইনে তার বিরুদ্ধে মামলা করার এই অনুমতি দেন দিল্লির লেফটন্যান্ট গভর্ণর ভিকে সাক্সেনা।

প্রকাশ্যে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগে মামলাটি হবে বলে জানা গেছে।

অরুন্ধতীর বিরুদ্ধে অভিযোগ, ১৩ বছর আগে কাশ্মির ইস্যুতে‘উসকানিমূলক’ বক্তব্য দিয়েছিলেন তিনি।

এর আগে একই বিষয়ে নয়াদিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশের পর অরুন্ধতী রায় ও কাশ্মির বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শেখ শওকত হোসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সেটিও নির্দেশে যোগ করেছেন দিল্লির লেফটন্যান্ট গভর্ণর ভিকে সাক্সেনা।

বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি অরুন্ধতী রায় ও শেখ শওকত হোসেন।

ওই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ১৫৩বি এবং ৫০৫ ধারায় মামলা দায়ের হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ইউএপিএ’র ১৩ নম্বর ধারাতেও তাদের অভিযুক্ত করার আবেদন করেছিল দিল্লি পুলিশ। ভারতীয় দণ্ডবিধির তিন ধারাতেই মামলা শুরুর অনুমতি আগেই দিয়েছিলেন দিল্লির লেফটন্যান্ট গভর্ণর ভিকে সাক্সেনা। এবার ইউএপিএ ধারাতেও অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিলেন তিনি।

অন্যদিকে ২০১০ সালের ২৮ অক্টোবর কাশ্মীরের সংগঠক সুশীল পণ্ডিতের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়। এর ভিত্তিতে অরুন্ধতী রায় ও শেখ শওকত হোসেনের বিরুদ্ধে মামলায় বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ৪৫ (‌১)‌ ধারার অধীনে বিচারের অনুমোদন দিয়েছেন ভিকে সাক্সেনা। শুক্রবার রাজ নিবাস থেকে সরকারি ভাবে জানানো হয়েছে। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, বুকার পুরস্কার জয়ী লেখিকার কি বিপদ বাড়ল?‌

অভিযোগে বলা হয়, ‘আজাদি দ্য ওনলি ওয়ে’ নামের এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় অরুন্ধতী রায় কাশ্মিরকে ভারতের থেকে বিচ্ছিন্ন করার দাবি জানিয়েছিলেন। ওই সভায় অরুন্ধতীর সাথে উপস্থিত একাধিকজনের বিরুদ্ধে উসকানিমূলক বক্তৃতার অভিযোগ উঠেছিল।

২০১০ সালে দায়ের করা ওই মামলায় বিদ্বেষ ছড়ানো, সম্প্রীতির জন্য ক্ষতিকর কাজ করা, জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর বক্তব্য রাখার অভিযোগ করা হয়েছিল। দোষী সাব্যস্ত হলে ওই মামলায় অরুন্ধতী রায়ের সাত বছরের কারাদণ্ড হতে পারে। এরপরই এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। সেই মামলাতেই এবার ইউএপিএ ধারা যোগ করার অনুমতি দিলেন দিল্লির লেফটন্যান্ট গভর্ণর ভিকে সাক্সেনা।


আরো সংবাদ



premium cement
শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু গণমাধ্যমে হামলা হলে অবশ্যই ব্যবস্থা নেব : তথ্য উপদেষ্টা নাহিদ গণমাধ্যমের ওপর হামলা সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টার প্রেস সচিব জাপানে রকেট পরীক্ষাস্থলে ভয়াবহ আগুন সিলেটে ইউপি চেয়ারম্যানসহ আটক ৩ আদানির সাথে বিদ্যুৎ চুক্তি : হাইকোর্টের লিখিত আদেশ প্রকাশ কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

সকল