২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কাশ্মির ইস্যুতে অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলার অনুমতি

ভারতীয় লেখিকা ও অ্যাক্টিভিস্ট অরুন্ধতী রায়। - ছবি : সংগৃহীত

কাশ্মির ইস্যুতে ‘উসকানিমূলক’ বক্তব্য দেয়ায় ভারতীয় লেখিকা ও অ্যাক্টিভিস্ট অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা করার অনুমতি দেয়া হয়েছে। এ মামলায় দোষী সাব্যস্ত হলে অরুন্ধতী রায়ের সাত বছরের কারাদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে।

২০১০ সালে দায়ের করা এফআইআরকে কেন্দ্র করে সন্ত্রাসদমন আইনে তার বিরুদ্ধে মামলা করার এই অনুমতি দেন দিল্লির লেফটন্যান্ট গভর্ণর ভিকে সাক্সেনা।

প্রকাশ্যে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগে মামলাটি হবে বলে জানা গেছে।

অরুন্ধতীর বিরুদ্ধে অভিযোগ, ১৩ বছর আগে কাশ্মির ইস্যুতে‘উসকানিমূলক’ বক্তব্য দিয়েছিলেন তিনি।

এর আগে একই বিষয়ে নয়াদিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশের পর অরুন্ধতী রায় ও কাশ্মির বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শেখ শওকত হোসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সেটিও নির্দেশে যোগ করেছেন দিল্লির লেফটন্যান্ট গভর্ণর ভিকে সাক্সেনা।

বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি অরুন্ধতী রায় ও শেখ শওকত হোসেন।

ওই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ১৫৩বি এবং ৫০৫ ধারায় মামলা দায়ের হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ইউএপিএ’র ১৩ নম্বর ধারাতেও তাদের অভিযুক্ত করার আবেদন করেছিল দিল্লি পুলিশ। ভারতীয় দণ্ডবিধির তিন ধারাতেই মামলা শুরুর অনুমতি আগেই দিয়েছিলেন দিল্লির লেফটন্যান্ট গভর্ণর ভিকে সাক্সেনা। এবার ইউএপিএ ধারাতেও অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিলেন তিনি।

অন্যদিকে ২০১০ সালের ২৮ অক্টোবর কাশ্মীরের সংগঠক সুশীল পণ্ডিতের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়। এর ভিত্তিতে অরুন্ধতী রায় ও শেখ শওকত হোসেনের বিরুদ্ধে মামলায় বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ৪৫ (‌১)‌ ধারার অধীনে বিচারের অনুমোদন দিয়েছেন ভিকে সাক্সেনা। শুক্রবার রাজ নিবাস থেকে সরকারি ভাবে জানানো হয়েছে। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, বুকার পুরস্কার জয়ী লেখিকার কি বিপদ বাড়ল?‌

অভিযোগে বলা হয়, ‘আজাদি দ্য ওনলি ওয়ে’ নামের এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় অরুন্ধতী রায় কাশ্মিরকে ভারতের থেকে বিচ্ছিন্ন করার দাবি জানিয়েছিলেন। ওই সভায় অরুন্ধতীর সাথে উপস্থিত একাধিকজনের বিরুদ্ধে উসকানিমূলক বক্তৃতার অভিযোগ উঠেছিল।

২০১০ সালে দায়ের করা ওই মামলায় বিদ্বেষ ছড়ানো, সম্প্রীতির জন্য ক্ষতিকর কাজ করা, জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর বক্তব্য রাখার অভিযোগ করা হয়েছিল। দোষী সাব্যস্ত হলে ওই মামলায় অরুন্ধতী রায়ের সাত বছরের কারাদণ্ড হতে পারে। এরপরই এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। সেই মামলাতেই এবার ইউএপিএ ধারা যোগ করার অনুমতি দিলেন দিল্লির লেফটন্যান্ট গভর্ণর ভিকে সাক্সেনা।


আরো সংবাদ



premium cement
কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন ইমরান খানের মুক্তির দাবিতে ‘ডি চক’ যাত্রা, উত্তাল পাকিস্তান জিম্বাবুয়েকে ১৪৫ রানে গুটিয়ে দিলো পাকিস্তান কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

সকল