০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদে উসকানি! সন্ত্রাসদমন আইনে মামলা অরুন্ধতীর বিরুদ্ধে

অরুন্ধতী রায় - ফাইল ছবি

এবার সন্ত্রাসদমন আইনে মামলা হলো ভারতের বিখ্যাত লেখিকার অরুন্ধতী রায়ের বিরুদ্ধে। লেখিকার বিরুদ্ধে অত্যন্ত কড়া ইউএপিএ বা সন্ত্রাসদমন আইনে মামলা করার অনুমতি দিয়েছেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা।

১৪ বছর আগের োই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ১৫৩বি ও ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। এছাড়াও ইউএপিএ’র ১৩ নম্বর ধারাতেও তাদের অভিযুক্ত করার আবেদন করেছিল দিল্লি পুলিশ। আইপিসির তিনটে ধারাতেই মামলা শুরুর অনুমতি আগেই দিয়েছিলেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। এবার ইউএপিএ ধারাতেও অরুন্ধতীর বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিলেন উপরাজ্যপাল। ফলে বলার অপেক্ষা রাখে না, বিপদ আরো বাড়ল বুকার পুরস্কার জয়ী লেখিকার।

উল্লেখ্য, ‘গড অফ দ্য স্মল থিংস’ উপন্যাস লিখে ১৯৯৭ সালে বুকার পুরস্কার পেয়েছিলেন অরুন্ধতী রায়। ২০১০ সালের ২১ অক্টোবর ‘আজাদি: দ্য অনলি ওয়ে’ নামের এক অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় তিনি কাশ্মিরকে ভারতের থেকে বিচ্ছিন্ন করার দাবি জানিয়েছিলেন বলেই অভিযোগ। ওই সভায় অরুন্ধতীর পাশাপাশি আরও একাধিক জনের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণের অভিযোগ উঠেছিল। সেই তালিকায় ছিলেন, সৈয়দ আলি শাহ গিলানি, এসএআর গিলানি (সম্মেলনের উপস্থাপক এবং সংসদ হামলা মামলার প্রধান অভিযুক্ত), অরুন্ধতী রায়, ডক্টর শেখ শওকত হুসেন (কাশ্মির বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) এবং ভারা ভারা রাও।

অভিযোগ ছিল, ওই অনুষ্ঠান থেকে অরুন্ধতী রায় প্রচার করেন, কাশ্মির কখনই ভারতের অংশ ছিল না এবং ভারতীয় সেনাবাহিনীর মাধ্যমে জোরপূর্বক দখল করা হয়েছিল। তিনি আরো দাবি করেন, জম্মু ও কাশ্মির রাজ্যকে ভারতের কাছ থেকে স্বাধীনতা দেয়ার সব রকম চেষ্টা করা উচিৎ। অরুন্ধতীর ওই উস্কানিমূলক ভাষণের অভিযোগে সুশীল পণ্ডিত নামে এক ব্যক্তি অভিযোগ জানান। এর পরই এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। ওই মামলাতেই এবার ইউএপিএ ধারা যোগ করার অনুমতি দিলেন উপরাজ্যপাল।
সূত্র : সংবাদ প্রতিদিনি


আরো সংবাদ



premium cement
আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ : ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ

সকল