জম্মু কাশ্মীরে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে সংঘর্ষে নিহত ১২
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ জুন ২০২৪, ২২:২৭
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে গত তিন দিনে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছে। এছাড়া আরো কয়েক ডজন আহত হয়েছে। বুধবার (১২ জুন) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরকে নিজেদের বলে দাবি করে পাকিস্তান। ১৯৮৯ সালে জম্মু-কাশ্মিরে ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হওয়ার পর ওই অঞ্চলে অনেকবার সহিংসতা ঘটেছে। দশকের পর দশক ধরে চলে আসা এই সহিংসতায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে জম্মু-কাশ্মির উপত্যকায় সহিংসতা কমেছে।
গত কয়েকদিনের হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা আছে দাবি করে জম্মুর পুলিশ প্রধান আনন্দ জৈন বলেছেন, ‘আমাদের বৈরী প্রতিবেশী জম্মু-কাশ্মিরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায়।’ এ সময় কয়েক দশক ধরে ওই অঞ্চলে পাকিস্তান সহিংসতা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়।
সূত্র : রয়টার্স
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা