২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মণিপুরের মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা, গুরুতর আহত নিরাপত্তাকর্মী

মণিপুরের মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা, গুরুতর আহত নিরাপত্তাকর্মী - ছবি : সংগৃহীত

ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর কনভয়ে বিরাট হামলা হয়েছে। সোমবার সন্দেহভাজন কুকি উগ্রবাদীরা কাংপোকপি জেলায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নিরাপত্তা কনভয়ে অতর্কিত হামলা চালায়। এই হামলায় এক জওয়ান আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে যে কনভয়টি সহিংসতাপ্রভাবিত জিরিবাম জেলার দিকে যাচ্ছিল। পুলিশ সূত্রে জানা গেছে যে নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালানো হয়েছিল, তারপরে নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দেয়।

হামলার সময় অন্তত এক সেনাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলেই খবর। প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী বীরেন সিং এখনো দিল্লি থেকে ইম্ফল পৌঁছাননি। শনিবার জিরিবামের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সন্দেহভাজন উগ্রবাদীরা জিরিবামে দুটি পুলিশ আউটপোস্ট, বন বিভাগের অফিস এবং অন্তত ৭০টি বাড়িতে আগুন জ্বালিয়েছে।

জানা গেছে আহত পুলিশকর্মীর নাম মোইরাংথেম আজেশ (৩২)। তার ডান কাঁধে গুলি লেগেছে এবং তাকে ইম্ফলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বছরের ৩ মে থেকে মণিপুরের চলছে জাতিগত সংঘাত। উত্তেজনা ছড়িয়ে পড়ার পর থেকে শত শত মানুষ অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একটি বড় দল মোতায়েন করা হয়েছে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement
রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন ইমরান খানের মুক্তির দাবিতে ‘ডি চক’ যাত্রা, উত্তাল পাকিস্তান জিম্বাবুয়েকে ১৪৫ রানে গুটিয়ে দিলো পাকিস্তান কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭

সকল