২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতে এমপিরা বেতন-ভাতা, গাড়ি-বাড়ি ছাড়াও আরো যেসব সুবিধা পান

ভারতে এমপিরা বেতন-ভাতা, গাড়ি-বাড়ি ছাড়াও আরো যেসব সুবিধা পান - ফাইল ছবি

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ তথা লোকসভার নির্বাচন সম্প্রতি শেষ হয়েছে। আসন কমলেও বিজেপির নেতৃত্বে জোট সরকার গঠিত হয়েছে। পার্লামেন্ট সদস্য তথা এমপি হতে ব্যাপক উৎসাহ দেখা যায় ভারতে। কেন? এমপি হওয়ার সুবিধা কী কী? বেতন ছাড়া আর কী কী পাওয়া যায়?

তথ্য অনুযায়ী, একজন এমপি প্রতি মাসে মূল বেতন হিসেবে এক লাখ রুপি পান। ২০১৮ সালে তা বাড়ানো হয়েছে। তাও আবার মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে। এছাড়া যে এলাকার তিনি জনপ্রতিনিধি, সেখানকার কাজকর্ম পরিচালনার জন্য প্রতি মাসে সত্তর হাজার রুপি বরাদ্দ থাকে। এই টাকায় সেখানে নতুন দফতর খোলা, কিছু স্থানীয় কর্মী নিয়োগের কাজ করা যেতে পারে। যাতে সেই অফিসের মাধ্যমে এলাকার মানুষের সুবিধা-অসুবিধার কথা জানা যায়। এছাড়াও এমপিকে নিজের অফিস চালানোর জন্য ৬০ হাজার রুপি দেয়া হয়।

বেতনের পাশাপাশি ভাতাও পান ভারতের এমপিরা। পার্লামেন্ট ভবনে যদি অধিবেশন চলে বা সংসদীয় কমিটির কোনো স্থায়ী বৈঠকের ডাক দেয়া হয়। তাহলে সেখানে হাজির থাকার জন্য দু'হাজার রুপি করে দেয়া হয়।

আর সুযোগ-সুবিধা? প্রত্যেক এমপি ভারতের যেকোনো প্রান্তে যাওয়ার জন্য ৩৪টি বিমান সফর (বার্ষিক) বিনামূল্যে পান। সারা বছর বিনামূল্যে ট্রেনের ফার্স্টক্লাস কামরায় সফর করতে পারেন। তা সে পেশাগত সফর হোক বা ব্যক্তিগত সফর। এমনকি, কোনো এমপি নিজের কেন্দ্রে গাড়ি নিয়ে ঘুরলে তার জ্বালানির টাকাও পেয়ে যান।

রাজধানীতে থাকার আয়োজনও রাজকীয়। দিল্লিতে থাকার জন্য প্রত্যেক এমপির জন্য একটি বাংলো বরাদ্দ থাকে। তাও আবার অভিজাত এলাকায়। হ্যাঁ, এক্ষেত্রে অভিজ্ঞ এমপিরা বাড়তি সুবিধা পান বলেই খবর। যারা বাংলো বা হস্টেলে থাকতে চান না তারা আবার বাড়িভাড়া হিসেবে ২ লাখ রুপি পান। এমপি এবং তার নিকট আত্মীয়রা সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন। কয়েকটি বেসরকারি হাসপাতালেও এই সুবিধা থাকে।

এছাড়াও এমপিরা ফোনের খরচ বাবদ বার্ষিক দেড় লাখ টাকা ও বছরে অন্তত ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ পরিষেবা বিনামূল্যে পান। ফ্রিয়ের তালিকায় চার হাজার কিলোলিটার পানিও রয়েছে।

কেবল যে বর্তমান এমপিরাই সব সুযোগ সুবিধা পান, তা নয়। সাবেক এমপিদের জন্যও অনেক সুযোগ সুবিধা রয়েছে। সাবেক এমপিদের প্রতি মাসের পেনশন ২৫ হাজার রুপি। কোনো কারণে তার কাজের মেয়াদ বছর খানেক বাড়লে এই পেনশনের পরিমাণ আবার ২ হাজার রুপি করে বেড়ে যায়।
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement