রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলনেতা করার প্রস্তাব পাস কংগ্রেসের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জুন ২০২৪, ১৭:১৮
রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে।
তবে রাহুল গান্ধী জানিয়েছেন, তিনি ভেবে জানাবেন।
শনিবার (৮ জুন) কংগ্রেস ওয়ার্কিং কমিটি রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলনেতার ভূমিকা নেয়ার জন্য অনুরোধ করে একটি প্রস্তাব পাস করেছে।
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে দলের ৯৯টি আসন জয়ের জন্য রাহুল গান্ধীকেই কৃতিত্ব দেয়া হচ্ছে। এজন্য ‘ভারত জোড়ো যাত্রা’কেও অন্যতম কৃতিত্ব দেয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস মাত্র ৫২টি আসন জিতেছিল। এবার সেটা ৯৯-এ উন্নীত হয়েছে।
কংগ্রেস নেতা মানিকম ঠাকুর এর আগে বলেছিলেন, ‘কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে আমরা ২০২৪ সালের নির্বাচনে কংগ্রেস দলের পারফরম্যান্স পর্যালোচনা করতে যাচ্ছি। কংগ্রেস পার্টি সিপিপির চেয়ারপারসন নির্বাচন করবে। লোকসভায় কংগ্রেসের দলনেতা হিসেবে আমরা সকলেই মনে করি রাহুল গান্ধীকে দায়িত্ব দেয়া উচিত। এই দায়িত্ব গ্রহণ করলে তিনি ভারতের ২৩৪ জন সাংসদের নেতৃত্ব দেবেন। আমরা সবাই জানি যে বিজেপি গত লোকসভায় একক বৃহত্তম দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমারের ওপর তাদের নির্ভরতাই সরকার গঠনের একমাত্র উপায়।’
মানিকম ঠাকুর আরো জানিয়েছিলেন, ‘ভারত জোটের নেতারা অপেক্ষা করার এবং দেখার সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা সঠিক সময়ে একটি সিদ্ধান্ত নেব।’
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন পদে আবারো নির্বাচিত হতে চলেছেন সোনিয়া গান্ধী।
ওয়ানাড় ও রায়বরেলি থেকে লোকসভা নির্বাচনে জয়ী রাহুল গান্ধী এই পদ গ্রহণ করার জন্য আওয়াজ তুলবেন।
সংসদীয় দলের চেয়ারপারসনকে সংসদের দুই কক্ষে দলের নেতাদের নাম ঘোষণা করার ক্ষমতা দেয়া হয়েছে।
এর আগে লোকসভায় এলওপি ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তবে ভোটে তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে হেরে যাওয়ায় তার জায়গায় গুরুত্বপূর্ণ কাউকে নিয়ে আসতে হবে দলকে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংসদের উচ্চকক্ষের বিরোধী দলনেতা।
কংগ্রেস সাংসদ ডিন কুরিয়াকোসও এই দাবি জানিয়েছেন।
তিনি জানিয়েছিলেন, ‘সংসদীয় দল একজন নেতা নির্বাচন করবে। আমরা আশা করছি রাহুল গান্ধী সংসদীয় দলের নেতা হবেন। এখন আমাদের কাছে ভালো নম্বর আছে। আমরা ভালো বিরোধী দল গঠন করব। আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করব। বিজেপির বিরুদ্ধে জনাদেশ আছে, এটা খুবই সত্যি। ভারত এখন নরেন্দ্র মোদির বিরুদ্ধে। দেখা যাক কী হয়।’
এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট ২৩৪টি আসন জিতেছে, বিজেপির আসন সংখ্যা মাত্র ২৪০-এ সীমাবদ্ধ রেখেছে।
কম আসন সংখ্যা নরেন্দ্র মোদিকে নীতীশ কুমার ও এন চন্দ্রবাবু নাইডুর সমর্থনের ওপর নির্ভর করতে কার্যত বাধ্য করেছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা