২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আর ‘আত্মনির্ভর’ নন, তবে আগের মতো কাজ করবেন, আশ্বাস মোদির

নরেন্দ্র মোদি - সংগৃহীত

আগের ১০ বছরের মতো আর আত্মনির্ভর নন ভারতের নরেন্দ্র মোদিরা। কারণ এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে জোটসঙ্গীদের যে ‘খেলা’ শুরু হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই সংশ্লিষ্ট মহলের। সেই পরিস্থিতিতে তৃতীয় মোদি সরকারের কাজের ধরন নিয়ে মুখ খুললেন মোদি।

আর ‘আত্মনির্ভর’ নন। কিন্তু আগের ১০ বছরের মতোই দেশের ‘আশা-আকাঙ্ক্ষা পূরণের’ জন্য কাজ করবে তার সরকার। বরং সেটার গতি আরো বাড়বে। এমনই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যিনি আগামী রোবরার সন্ধ্যা ৬টায় তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রহ্লাদ জোশি। তবে এখনো পর্যন্ত রাষ্ট্রপতি ভবনের তরফে সরকারিভাবে সেই শপথগ্রহণ অনুষ্ঠানের বিষয়ে কিছু জানানো হয়নি।

মোদি বলেছেন, ‘আপাতত প্রধানমন্ত্রী হিসেবে আমায় কাজ করতে বলেছেন রাষ্ট্রপতি। উনি আমায় শপথগ্রহণের অনুষ্ঠানের বিষয়ে জানিয়েছেন।’

সাথে তিনি যোগ করেছেন যে- রোববার সন্ধ্যায় শপথগ্রহণ অনুষ্ঠান হলে ভালো হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপতিকে। এবার শপথগ্রহণ অনুষ্ঠান সংক্রান্ত বিষয় ঠিক করবে রাষ্ট্রপতি ভবন। ততক্ষণে রাষ্ট্রপতির হাতে তৃতীয় মোদি সরকারের মন্ত্রীদের নামের তালিকা তুলে দেবেন বলে জানিয়েছেন মোদি।

২০৪৭ সালের লক্ষ্যে মোদি
রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পরে বেরিয়ে এসে রাষ্ট্রপতি ভবনের বাইরে দাঁড়িয়ে মোদি বলেন, ‘২০৪৭ সালে ভারত যখন স্বাধীনতার ১০০ বছর উদযাপন করবে, তখন দেশের স্বপ্নপূরণের ক্ষেত্রে অষ্টাদশ লোকসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে।’

সেইসাথে তিনি জানিয়েছেন, অষ্টাদশ লোকসভা হল নয়া উন্মাদনা, যৌবনের উন্মাদনার প্রতীক। এনডিএকে আরো পাঁচ বছর কাজ করার সুযোগ দিয়েছেন মানুষ। গত ১০ বছর ধরে এনডিএ সরকার (বিজেপি সরকার বলেননি) যে কাজ করেছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement