‘পাকিস্তান-চীন বন্ধুত্ব মহাকাশে পৌঁছেছে’
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জুন ২০২৪, ১৯:৩৪
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে সাক্ষাৎ করেছেন চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির চেয়ারম্যান লু জিয়াওহুই।
বৃহস্পতিবার (৬ জুন) ডেইলি জংগ বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, চীন সফরকালে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী কৌশলগত আস্থা এবং ব্যবহারিক সহযোগিতার আরো উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।
এ বিষয়ে লু জিয়াওহুই বলেন, ‘স্যাটেলাইট মিশনের মাধ্যমে পাকিস্তান-চীন বন্ধুত্ব এখন মহাকাশে পৌঁছেছে।’
পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, লু জিয়াওহুই শুধু চীনের রাষ্ট্রদূত নন, বরং পাকিস্তানের সবচেয়ে ভালো বন্ধু। পাকিস্তান চীনের উন্নয়ন মডেল থেকে উপকৃত হতে চায়।
শাহবাজ শরিফ আরো বলেন, পাকিস্তানে বসবাসরত চীনাদের নিরাপত্তা পাকিস্তান সরকারের সর্বোচ্চ অধিকার এবং চীনারা এমএল-১ আপগ্রেড করার প্রকল্পে বিনিয়োগ করতে ইচ্ছুক।
-ডেইলি জংগ অবলম্বনে ইমাম হুসাইনের অনুবাদ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা