২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মোদিকে বিশ্ব নেতৃবৃন্দের শুভেচ্ছা, শপথে থাকবেন ৫ রাষ্ট্রপ্রধান

নরেন্দ্র মোদি - ছবি : সংবাদ প্রতিদিন

সব ঠিকঠাক থাকলে আগামী রোববার (৯ জুন) ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেবেন নরেন্দ্র মোদি। তার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পাঁচ দেশের রাষ্ট্রপ্রধান। এছাড়া তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা।

বৃহস্পতিবার (৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সূত্রটি জানিয়েছে, ৪০০-এর কোটা পার করার লক্ষ্যপূরণ হয়নি বিজেপির। মেলেনি একক সংখ্যাগরিষ্ঠতাও। তবু জোটসঙ্গীদের সঙ্গে মিলে সরকার গঠন করতে চলেছে বিজেপিই। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসবেন নরেন্দ্র মোদি। তার এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্রনেতারা। তালিকায় রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ আরো অনেকে। সকলকেই ধন্যবাদ জানিয়েছেন মোদি।

এদিকে, বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেন মোদি। তখনই মুজিবকন্যাকে ভারতের আসার আমন্ত্রণ জানান মোদি। জানা গেছে, শনিবার দিল্লি সফরে আসবেন হাসিনা। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহে, নেপালের পুষ্পকমল দাহাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথ। এছাড়া বিশেষ এই অনুষ্ঠানের আমন্ত্রণ গেছে আমেরিকা ও রাশিয়ার কাছেও।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এখনই ভারতে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার বদলে আসতে পারেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এখন হোয়াইট হাউসে আলোচনা চলছে তারই।

এদিকে, মোদির ‘বন্ধু’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন কিনা ওই বিষয়েও কিছু জানা যায়নি। তাকেও ফোনে আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি।

সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement