দুই কিংমেকারের দাবিতে চাপের মুখে বিজেপি!
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জুন ২০২৪, ১৯:৫৬
ভারতে এবারের লোকসভার নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। তবে ম্যাজিক ফিগার পেরিয়েছে এনডিএ জোট। এবারে শরিক-নির্ভর দাপুটে নরেন্দ্র মোদি। কিংমেকার হিসেবে অস্তিত্ব জানান দিয়েছেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নায়ডু।
এই প্রেক্ষাপটে বুধবার দিল্লিতে শুরু হয়েছে এনডিএ জোটের বৈঠক। ইতোমধ্যেই নাকি একাধিক দাবি দাওয়া পেশ করেছেন দুই ‘কিংমেকার’। সেই ‘চাপের মুখে’ বিজেপি কতটা অবস্থান নমনীয় করবে এখন সেটাই দেখার বিষয়।
এদিন সকাল থেকেই দিল্লিতে চলছে তৎপরতা। এনডিএ ও ইন্ডিয়া জোটের নীল নকশা তৈরি স্বক্রিয়। সন্ধ্যায় বৈঠকে বসতে চলেছে বিরোধী শিবির। জেডি (ইউ) ও টিডিপির সাথেও নাকি গোপনে আলোচনা চলছে তাদের। এই প্রেক্ষাপটে রাজধানীর সাত লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু হয়েছে বিজেপি ও শরিক দলগুলোর বৈঠক। পৌঁছে গেছেন নীতিশ কুমার। থাকছেন চন্দ্রবাবু নায়ডু, জীতেনরাম মাঝিসহ অন্যান্যরা।
সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই পাঁচ থেকে ছটি কেবিনেট পদ দাবি করেছেন চন্দ্রবাবু নায়ডু। জেডি(ইউ) শিবিরেও নাকি উঠছে নীতিশই প্রধানমন্ত্রী পদের দাবিদার। পাশাপাশি অমিত শাহকে নাকি পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন না জেডি(ইউ) প্রধান।
হাই প্রোফাইল বৈঠকে রয়েছেন রাজনাথ সিং, নীতিন গড়কড়ি, চিরাগ পাসোয়ান, পবন কল্যাণ, একনাথ শিণ্ডে প্রমুখ। বলা বাহুল্য, এই বৈঠকের দিকেই তাকিয়ে পুরো ভারত।
বিশ্লেষকদের মতে, এনডিএ শিবিরে উৎকণ্ঠা ও আশঙ্কার চোরাস্রোত প্রকট হয়ে উঠেছে। কৌশলী মন্তব্যে জল্পনা বাড়িয়েছেন চন্দ্রবাবু। ‘পলটুরাম’ নীতিশ এবার কী দাবি করেন তাও দেখার। সবমিলিয়ে, শরিক-নির্ভর মোদি সরকার কোন পথে হাঁটবে তা দেখার বিষয়।
অন্যদিকে, আজই রাজধানীতে বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। থাকছেন তৃণমূল কংগ্রেসের ‘সেনাপতি’ অভিষেক ব্যানার্জিও। বিরোধী আসনে বসবে ‘ইন্ডিয়া’ নাকি সরকার গড়ার তোড়জোড় শুরু করবেন রাহুলরা; তা সময়ই বলবে।
সূত্র : সংবাদ প্রতিদিন