২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সংসদ ভেঙে দিলেন ভারতের রাষ্ট্রপতি

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু - ফাইল ছবি

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা ভেঙে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বুধবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপ্রধানের কাছে নিজের ও মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র জমা দিয়ে লোকসভা ভেঙে দেয়ার সুপারিশ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স দেয়া এক বার্তায় ১৭তম লোকসভার বিলুপ্তি ঘোষণা করেছেন রাষ্ট্রপতি।

দ্রৌপদী মুর্মুর এক্স অ্যাকাউন্টে দেয়া পোস্টে লেখা হয়েছে, তাৎক্ষণিকভাবে ১৭তম লোকসভা ভেঙে দেয়ার জন্য মন্ত্রিসভার পরামর্শ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি সংবিধানের ৮৫ অনুচ্ছেদের ধারা (২) এর (বি) উপ-ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগের জন্য ১৭তম লোকসভা ভেঙে দেওয়ার আদেশে স্বাক্ষর করেছেন।

16 (2)

রীতি অনুযায়ী, ক্যাবিনেটের বৈঠক ডেকে লোকসভা ভেঙে দেয়া হয়। এরপর সংসদ বিষয়ক মন্ত্রী এই সংক্রান্ত ক্যাবিনেট নোট পাঠান রাষ্ট্রপতির কাছে। ওই প্রস্তাব পেয়ে লোকসভা ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর নির্বাচন কমিশনের তরফ থেকে রাষ্ট্রপতিকে লোকসভায় নির্বাচিত সংসদদের পূর্ণাঙ্গ তালিকা দেয়া হয়। সেই তালিকা অনুযায়ী নতুন লোকসভা গঠনের প্রক্রিয়া শুরু হয়।

এদিকে, টানা তৃতীয়ারের মতো ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি। আগামী ৮ জুন শনিবার তার শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

বুধবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র দলগুলো বৈঠকে হবে দিল্লিতে। এই পরিস্থিতিতে ক্যাবিনেট বণ্টন নিয়ে আলোচনা হতে পারে সেখানে।

এর আগে সরকার গঠন নিয়ে খানিকটা জল্পনা ছিল। নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে নিজেদের দিকে টানতে চেয়েছিল ইন্ডিয়া ব্লক। এমনকি নীতীশ আজ বুধবার তেজস্বীর সাথেই বিমানে করে দিল্লি যান। যারপরে জল্পনা আরো বাড়ে। তবে ওদিকে চন্দ্রবাবু সরাসরি জানিয়ে দেন, তিনি এনডিএ-তে আছেন। এই পরিস্থিতিতে সংবাদ সংস্থা এএনআই দাবি করেছে, শনিবার মোদি শপথ নিতে পারেন।

উল্লেখ্য, মঙ্গলবার ভোটের ফল প্রকাশিত হতেই চিত্রটা স্পষ্ট হয়ে গিয়েছিল। ২০১৪ এবং ২০১৯ সালের মতো এবার আর একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তবে লোকসভায় এখনো তারাই সর্ববৃহৎ দল। তাছাড়া জোটসঙ্গীদের নিয়ে ২৭২-এর ম্যাজিক ফিগার অনায়াসে পার করেছে গেরুয়া শিবির। এই আবহে বিজেপি সরকার গঠনের দাবি জানাতে চলেছে। এনডিএ শরিক জেডিইউ এবং টিডিপি-কে ইন্ডিয়া জোটে আনার চেষ্টা চলছে বলে দাবি করা হয়েছে বিভিন্ন রিপোর্টে। এরই মাঝে আবার টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুকে ফোন করে কথা বলেছেন খোদ নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। এই সবের মাঝেই বুধবার থেকে পরবর্তী সরকার গঠনের তোড়জোড় শুরু করতে চলেছে বিজেপি। এই আবহে আজ ক্যাবিনেটের বৈঠক ডাকা হয়।

রীতি অনুযায়ী, রাষ্ট্রপতি সর্ববৃহৎ ভোট পূর্ববর্তী জোটকে সরকার গঠনের আহ্বান জানাবেন। এই ক্ষেত্রে ২৯২টি আসন জেতা এনডিএ-কে সেই আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি। এরপর লোকসভায় এনডিএ-কে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। এই সবের মাঝে ইন্ডিয়া জোট এনডিএ-তে ভাঙন ধরানোর চেষ্টা করতে পারে বলে ইঙ্গিত মিলেছে মল্লিকার্জুন খাড়গের গলায়।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement

সকল