লোকসভার চূড়ান্ত ফলাফল : কোন দলের আসন কত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জুন ২০২৪, ০৮:০৩
ভারতীয় পার্লামেন্ট তথা লোকসভার নির্বাচনের ফলাফল গতকাল মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। এখানে অংশগ্রহণকারী দলগুলোর আসনসংখ্যা দেয়া হলো। উল্লেখ্য, সরকার গঠন করার জন্য প্রয়োজন হয় ২৭২টি আসনের। কোনো দলই ওই সংখ্যক আসন পায়নি। ফলে জোট সরকার গঠিত হতে যাচ্ছে ভারতে।
কোন দলের কতটি আসন
বিজেপি ২৪০
কংগ্রেস ৯৯
এসপি ৩৭
তৃণমূল ২৯
ডিএমকে ২২
টিডিপি ১৬
জেডিইউ ১২
শিবসেনা(উদ্ধব) ১০
শিবসেনা(শিন্ডে) ৭
এনসিপি(শরদ) ৬
এলজেপি ৫
ওয়াইএসআরসিপি ৪
সিপিআইএম ৪
আরজেডি ৪
জেএমএম ৩
আইইউএমএল ৩
জেডিএস ২
জেকেএন ২
সিপিআই ২
আরএলডি ২
জেএনপি ২
সিপিআইএমএল ২
ভিসিকে ২
এইচএএম (এস) ১
এজিপি ১
কেসি(এম) ১
আরএসপি ১
এনসিপি(অজিত) ১
ভিওটিপিপি ১
জ়েডপিএম ১
অকালি দল ১
আরএলটিপি ১
এসকেএম ১
এমডিএমকে ১
এএসপিকেআর ১
এআইএমআইএম ১
ইউপিপিএল ১
বিজেডি ১
আপনা দল ১
এজেএসইউপি ১
ভারতএপি ১
স্বতন্ত্র ১০
সূত্র : আনন্দবাজার পত্রিকা