২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতের নির্বাচনে এক্সিট পোল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার জরিপই বাস্তব হলো!

- সংগৃহীত

এক্সিট পোলের অনুমান একেবারে পাল্টে গেল ভারতের নির্বাচনের ফলাফলে। যেখানে এনডিএ জোটকে ৪০০ আসনের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল বুথফেরত সমীক্ষাগুলো। সেখানে বাস্তবে দেখা গেল, ৩০০ পেরতেই হিমশিম খাচ্ছে বিজেপির জোট। ফলে প্রশ্ন উঠছে, এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা নিয়েই? নাকি বুথফিরতি জনতার প্রকৃত মতামতের সাথে মিশে যাচ্ছে রাজনৈতিক পক্ষপাতিত্বও! মাথাচাড়া দিচ্ছে এমন সংশয়ও।

গত শনিবার ভোট শেষ হওয়ার পরেই প্রকাশ্যে আসে একের পর এক এক্সিট পোল। দেখা যায়, রিপাবলিক-মাট্রিজের সমীক্ষায় এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট।

সমীক্ষা অনুযায়ী ৩৫৩ থেকে ৩৬৩টি আসন পেতে পারে এনডিএ। অন্যদিকে, ইন্ডিয়া জোট পেতে পারে ১১৮-১৩৩ আসন। রিপাবলিক পি মার্কের সমীক্ষায় এনডিএ পেতে পারে ৩৫৯টি আসন। ইন্ডিয়া পেতে পারে ১৫৪ আসন। জন কি বাতের সমীক্ষায় এনডিএ পেতে পারে ৩৬৩ থেকে ৩৯২ আসন। ইন্ডিয়া পেতে পারে ১৪১ থেকে ১৬১ আসন। অর্থাৎ ৪০০ পার না হলেও, ৩৫০ অনায়াসে পেরিয়ে ৪০০-এর কাছাকাছি পৌঁছে যাবে এনডিএ। সমীক্ষার রিপোর্ট দেখে প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল, ‘ওরা শুধুই মোদিকে গালিগালাজ করতে জানে।’

কিন্তু এক্সিট পোল নস্যাৎ করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি, রাহুল গান্ধীর মতো বিরোধী নেতারা। বাংলার মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছিলেন, ‘এই এক্সিট পোল ফেক, আমরা মানি না।

‘মোদি সমীক্ষা’ বলে এক্সিট পোলকে খোঁচা দিয়েছিলেন রাহুল। আবার ভোটকুশলী প্রশান্ত কিশোরের মত ছিল, নিজেদের মূল্যবান সময় জাল সাংবাদিকদের বিশ্লেষণ দেখে কাটানোর কোনো মানে হয় না।

যদিও এক্সিট পোলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি ছিল, বিরোধী ইন্ডিয়া জোট মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারেনি বলেই নির্বাচনী ময়দানে ধরাশায়ী হবে। তবে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল দেখিয়ে দিলো, এক্সিট পোল সেভাবে বিশ্বাসযোগ্য নয়। আসলে জয়ী-পরাজিত কে, তা জানা যায় ইভিএম থেকেই।

তবে বলতে গেলে যাবতীয় এক্সিট পোল-এর একেবারে উল্টা দিকে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ভারতে এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বুথফেরত সমীক্ষা করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। সেই সমীক্ষায় দেখা যায়, এনডিএ ৩০৫ থেকে ৩১৫টি আসন পেতে পারে। ইন্ডিয়া জোটের ঝুলিতে যেতে পারে ১৮০ থেকে ১৯৫টি আসন। তৃণমূলসহ অন্যান্যরা ৩৮ থেকে ৫২টি আসনে জিততে পারে। এই সমীক্ষারই কাছাকাছি পৌঁছে যাচ্ছে ভোটের ফল।

শেষ খবর পাওয়া অনুযায়ী, ২৯৬ আসনে এগিয়ে এনডিএ। ২৩০টি আসনে এগিয়ে ইন্ডিয়া।

ফলে প্রশ্ন উঠছে, রাজনৈতিক শিবিরের তৈরি করা হাওয়াতেই কি ভেসে যায় এক্সিট পোল? সন্দেহ কিন্তু বরাবরই ছিল। ভারতের ইতিহাসেই অন্তত পাঁচবার একেবারে ভুল প্রমাণিত হয়েছে এক্সিট পোল। তাহলে মানুষের এক্সিট পোল নিয়ে বিশ্বাস কমবে? নাকি এআই সমীক্ষার ওপরেই ভবিষ্যতে ভরসা রাখবেন দেশটির মানুষ? এবারের এক্সিট পোলের ভরাডুবির পর সে প্রশ্ন বেশ বড় হয়েই দেখা দিলো।
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement