২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মানুষ বিজেপির মেরুদণ্ড ভেঙে দিয়েছে : মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। - ফাইল ছবি

মানুষ বিজেপির মেরুদণ্ড ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

তিনি বলেন, নির্বাচন কমিশন বিজেপির‘হিজ় মাস্টার্স ভয়েস’-এর মতো কাজ করছে। মোদি অনেক রাজনৈতিক দলকে ভেঙেছে এবার জনতা ওদেরকেই ভেঙে দিয়েছে।

মমতা বলেন,‘আমি খুশি নরেন্দ্র মোদি হেরেছেন। মানুষ ওনাকে জবাব দিয়েছে। মোদি-শাহের উচিত অবিলম্বে পদত্যাগ করা।

তিনি বলেন, যারা বুথফেরত সমীক্ষা করেছিলেন, তারা অনেকের মনোবল ভেঙে দিয়েছিলেন। ওই রিপোর্ট কোথা থেকে হয়েছিল জানি। আমি নিশ্চিত বিজেপির দফতর থেকে মনোবল ভেঙে দেয়ার জন্যই ওই রিপোর্ট তৈরি করেছিল।

তিনি আরো বলেন, এই জয় মানুষের জয়, বিরোধী জোট‘ইন্ডিয়া’র জয়। আমি আমার সমস্ত ‘ইন্ডিয়া’র সঙ্গীদের সমর্থন জানাচ্ছি। যারা আছেন। যারা আমাদের সাথে যুক্ত হতে চান। তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা।’

মমতা বলেন,‘ওরা কম চেষ্টা করেনি। বিধায়কদের অর্থ দিয়েছে, ভয় দেখিয়েছে, কিন্তু শেষপর্যন্ত কিছু করতে পারেনি। উল্টে যে অযোধ্যা নিয়ে ওরা এত কিছু করল, সেখানেই হেরে গিয়েছে।’


ভারতের লোকসভা নির্বাচনে ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে কিছু সময় বাকি থাকলেও এখন পর্যন্ত পাওয়া ভোটের বুথ ফেরত ফলাফলে দেখা যাচ্ছে যে, ভারতে একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে নরেন্দ্র মোদির ক্ষমতাসীন দল বিজেপি। গত দুই নির্বাচনে দলটি এককভাবেই ক্ষমতায় যাওয়ার ম্যাজিক ফিগার ২৭২ পেলেও এবার তারা বেশ পিছিয়ে পড়েছে। জোটগতভাবে তারা এবার যেমন কম আসন পাচ্ছে, দলীয়ভাবেও তারা পিছিয়ে পড়েছে।

সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, এখন পর্যন্ত ২৩৯টি আসন। বিশেষজ্ঞরা ধারণা করছেন, বিজেপি এবার ২৭২টি আসন পাবে না। অথচ ২০১৯ সালে তারা ৩০৩টি এবং ২০১৪ সালে ২৮২টি আসন পেয়ে এককভাবেই সরকার গঠন করার মতো অবস্থায় ছিল। শরিকদের না নিলেও তারা সরকার গঠন করতে পারত। কিন্তু এবার তাদেরকে শরিকদের নিতেই হবে। ফলে শরিকরাও দরকষাকষি করতে পারবে।

ভারতের সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায়, তাহলে তাদেরকে লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে। এবারের লোকসভা নির্বাচনে দু’টি বড় জোটের মাঝে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। একটি হলো ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)। অন্যটি হলো কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এনডিএ জোট টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও নির্বাচনে ভূমিধস জয়ের ব্যাপারে আশাপ্রকাশ করেছে।


আরো সংবাদ



premium cement