ভারতে ৩ মাসে হিটস্ট্রোকে ৫৬ মৃত্যু, আক্রান্ত ২৫ হাজার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জুন ২০২৪, ১৮:০০
ভারতে গত তিন মাসে তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২৫ হাজার সন্দেহভাজন হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার (৩ জুন) স্থানীয় একটি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে।
স্থানীয় সংবাদপত্র হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কেন্দ্রীয় (ফেডারেল) সরকারের তথ্য অনুসারে, মার্চ থেকে মে মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে ৫৬ জন নিশ্চিতভাবে হিটস্ট্রোকে মারা গেছেন। তাদের মধ্যে কেবল মে মাসেই মারা গেছেন ৪৬ জন।
সংবাদপত্রের মতে, অনেক রাজ্যের কর্মকর্তারা ময়নাতদন্ত না পাওয়া গেলে তাপপ্রবাহে মৃত্যুর বিষয়টি তালিকাভুক্ত করতে দ্বিধা করেছেন।
পরিসংখ্যান অনুযায়ী, মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি ১৪ জন এবং মহারাষ্ট্রে ১১ জনের মৃত্যু হয়েছে।
পত্রিকাটি জানিয়েছে, ১ মার্চ থেকে এ পর্যন্ত ২৪ হাজার ৮৪৯ জন হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
এ বছর ভারতে রেকর্ড পরিমাণ তাপমাত্রা। ভারতের অনেক অংশে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অবিরাম তাপপ্রবাহ চলছে, সর্বোচ্চ তাপমাত্রা একটানা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠা-নামা করছে এবং এমনকি কিছু অঞ্চলে ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
গত মাসে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশ চরম তাপমাত্রার মুখোমুখি হবে এবং মধ্য ও পশ্চিম উপদ্বীপ অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র : ইউএনবি