২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতের জাতীয় নির্বাচনে কোন জোট এগিয়ে

রাহুল গান্ধি ও নরেন্দ্র মোদি - ফাইল ছবি

ভারতের লোকসভা নির্বাচনে ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে আরো কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। তবে এখন পর্যন্ত পাওয়া ভোটের বুথ ফেরত ফলাফলে দেখা যাচ্ছে যে, বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ জোট ভারতের পরবর্তী সরকার গঠনের দৌড়ে বেশ এগিয়ে রয়েছে।

অন্যদিকে, তাদের প্রতিপক্ষ কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া জোট এক্ষেত্রে খানিকটা পিছিয়ে থাকলেও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রূপে আবির্ভূত হয়েছে।

মোদির এনডিএ জোট এখন পর্যন্ত মোট ২৯৪টি আসনে এগিয়ে রয়েছে, যার মধ্যে বিজেপি এককভাবে এগিয়ে রয়েছে ২৪১টি আসনে।

অন্যদিকে, রাহুল গান্ধীর ইন্ডিয়া জোট এগিয়ে আছে ২৩২টি আসনে। এর মধ্যে কংগ্রেস এককভাবে এগিয়ে রয়েছে ৯৯টি আসনে।

তবে ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে আরো কয়েক ঘণ্টা সময় লেগে যেতে পারে।

সুতরাং সর্বশেষ প্রাপ্ত ফলাফল থেকে জানা যাচ্ছে যে, ভারতে একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে নরেন্দ্র মোদির ক্ষমতাসীন দল বিজেপি। গত দুই নির্বাচনে দলটি এককভাবেই ক্ষমতায় যাওয়ার ম্যাজিক ফিগার ২৭২ পেলেও এবার তারা বেশ পিছিয়ে পড়েছে। জোটগতভাবে তারা এবার যেমন কম আসন পাচ্ছে, দলীয়ভাবেও তারা পিছিয়ে পড়েছে।

সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, এখন পর্যন্ত বিজেপি ২৪৬টি আসনে এগিয়ে রয়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, বিজেপি এবার ২৭২টি আসন পাবে না।

অথচ ২০১৯ সালে তারা ৩০৩টি এবং ২০১৪ সালে ২৮২টি আসন পেয়ে এককভাবেই সরকার গঠন করার মতো অবস্থায় ছিল।

শরিকদের না নিলেও তারা সরকার গঠন করতে পারত। কিন্তু এবার তাদেরকে শরিকদের নিতেই হবে। ফলে শরিকরাও দরকষাকষি করতে পারবে।

ভারতের সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায়, তাহলে তাদেরকে লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে। এবারের লোকসভা নির্বাচনে দু’টি বড় জোটের মাঝে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। একটি হলো- ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)। অন্যটি হলো কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এনডিএ জোট টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও নির্বাচনে ভূমিধস জয়ের ব্যাপারে আশাপ্রকাশ করেছে।

‘ইন্ডিয়া’ জোট কারা?
ভারতের আরেক নাম ইন্ডিয়া, অন্যদিকে, বিরোধী দলগুলোর জোটের নামও ইন্ডিয়া। তবে জোটের এই নাম দেশ থেকে আসেনি।

ইন্ডিয়ার ইংরেজি বানানের পাঁচটি অক্ষরের পূর্ণ অর্থ হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স।

এই জোট ২৮টি বিরোধী দল নিয়ে গঠিত– এরমধ্যে প্রধান বিরোধী দল হলো কংগ্রেস।

প্রাথমিক ফলাফল অনুসারে, ইন্ডিয়া জোট বুথ ফেরত জরিপকে ভুল প্রমাণ করছে এবং এই নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)-এর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রূপে আবির্ভূত হয়েছে বলেই মনে হচ্ছে।

সূত্র : বিবিসি, আনন্দবাজার পত্রিকা ও অন্যান্য

 


আরো সংবাদ



premium cement