ইলেকশন কমিশনের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ কংগ্রেসের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জুন ২০২৪, ১৬:১২
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগণনা চলছে। ক্ষণে ক্ষণে আসছিল নানা আসনের আপডিট। কিন্তু হঠাৎ দুই ঘণ্টা ধরে ইলেকশন কমিশনের সাইটে ঠিকঠাক আপডেট আসছে না। এতে ভোট কারচুপির অভিযোগ তুলেছে কংগ্রেস।
দলটির দাবি, কমিশন কারচুপি করছে। নয়তো সাইটে আপডেট আসতে দেরি হচ্ছে কেন?
এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন কংগ্রেস নেতারাও। এরই মধ্যে কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক এক্সবার্তায় বলেন, ইলেকশন কমিশন আপনাদের ইসিআই ওয়েবসাইটে এবং অন্যান্য চ্যানেলে রেজাল্ট ঠিকভাবে আপডেটেড কেন হচ্ছে না? সঠিক সময় সঠিক তথ্য কেন প্রকাশ্যে আসছে না গত ২ ঘণ্টা ধরে?’
পবন খেরা নামক আরেক ব্যক্তি লেখেন, ‘এই ভোটের ফলাফল আটকে আছে কেন? আপডেট হচ্ছে না কেন? কী চলছে ইলেকশন কমিশন?’
উল্লেখ্য, বর্তমানে এক্সিট পোলের রেজাল্টকে ওলোট পালোট করে চমকে দিয়েছে ভোট গণনার ফলাফল। বর্তমানে ২৯৫ আসনে এগিয়ে আছে এনডিএ। অন্যদিকে ২২৯ আসনে এগিয়ে ইন্ডিয়া জোট। রাজ্যে আবার ৩২ আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, ৯ আসনে এগিয়ে বিজেপি। সিপিএম খাতা খুলতে পারেনি। তবে কংগ্রেস ১টি আসনে এগিয়ে।
সূত্র : হিন্দুস্তান টাইমস