২৭২ থেকে বেশ দূরে বিজেপি, সেরা ফল করতে চলেছে কংগ্রেস
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জুন ২০২৪, ১২:২২
ভারতীয় সময় বেলা সাড়ে ১১টায় জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে সবশেষ ফলাফল বা ‘ট্রেন্ড’ দেখা যাচ্ছে, তাতে ক্ষমতাসীন দল বিজেপি গরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৭২টি আসনের লক্ষ্যমাত্রা থেকে অনেকটা পিছিয়ে আছে।
মোট ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে বিজেপি এককভাবে জিতেছে বা এগিয়ে আছে মোট ২৩৭টি আসনে, যা গরিষ্ঠতার চেয়ে অন্তত ৩৫টি কম।
এরপরই সবচেয়ে বেশি আসনে এগিয়ে আছে কংগ্রেস- ৯৭টি। কংগ্রেস ২০০৯ সালের নির্বাচনের পর এবার তাদের সেরা ফল করতে চলেছে, এটা বেশ স্পষ্ট।
এছাড়া উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসও বেশ ভালো ফল করছে। সমাজবাদী পার্টি এই মুহূর্তে ৩৪টি ও তৃণমূল কংগ্রেস ২৯টি আসনে এগিয়ে রয়েছে।
নির্বাচন কমিশন থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মিরে দু'টি আসনে এগিয়ে রয়েছে ফারুখ আব্দুল্লাহ্-র দল জম্মু ও কাশ্মির ন্যাশনাল কনফারেন্স। অন্যদিকে, বিজেপিও দু'টি আসনে এগিয়ে আছে।
জম্মু ও কাশ্মির ন্যাশনাল কনফারেন্স পার্টির আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি এগিয়ে রয়েছেন শ্রীনগর থেকে এবং ওই দলেরই অন্য আরেক প্রার্থী মিঞা আলতাফ আহমাদ অনন্তনাগ-রাজৌরি থেকে এগিয়ে রয়েছেন।
বিজেপি প্রার্থী জিতেন্দ্র সিং এগিয়ে রয়েছেন উধমপুর আসন থেকে এবং যুগল কিশোর এগিয়ে আছেন জম্মু থেকে।
গণনা এখনো চলছে, ফলে ভোটের সমীকরণ বদলাতেও পারে।
ভারতের নির্বাচনে মূল খেলোয়াড়
ভারতের লোকসভা নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক জোট এবার মুখোমুখি অবস্থানে।
একটি হচ্ছে বিজেপি-নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ), অন্যটি বিরোধী ‘ইন্ডিয়া’ জোট, যেখানে প্রধান বিরোধী দল কংগ্রেস রয়েছে।
এনডিএ একটি মধ্য ডানপন্থী দল, আর ইন্ডিয়া জোট মধ্য-বামপন্থী।
নরেন্দ্র মোদি এনডিএ প্রধান হলেও, ইন্ডিয়া জোট তাদের প্রধানমন্ত্রী পদের জন্য এখনো প্রার্থী বাছাই করেনি।
বুথ ফেরত জরিপ থেকে ধারণা করা যাচ্ছে, ভারতের ৫৪৩ আসনের পার্লামেন্টে এনডিএ-র স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এমনটা হলে নরেন্দ্র মোদি টানা তৃতীয় মেয়াদে ভারতের শাসন ক্ষমতায় আসবেন।
ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার মোট আসন ৫৪৩টি। এবার নির্বাচন হয়েছে ৫৪২টি আসনে। সরকার গঠন করার জন্য প্রয়োজন ২৭২টি আসনের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা