২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতে লোকসভা নির্বাচনে আসন বণ্টন

ভারতে লোকসভা নির্বাচনে আসন বণ্টন - সংগৃহীত

ভারতে লোকসভা নির্বাচনে ১৯ এপ্রিল থেকে ১ জুন, ৭ দফায় ভোট হয়েছে। আজ ৪ জুন ফল ঘোষণা। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। গণনা হবে তিন দফায়। প্রথমে গণনা চলছে পোস্টাল ব্যালটে, তারপর ইভিএম এবং সব শেষে গণনা হবে ভিভি প্যাটের।

ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ভিত্তিক লোকসভা আসন বণ্টন :

উত্তরপ্রদেশ- ৮০, মহারাষ্ট্র- ৪৮, পশ্চিমবঙ্গ- ৪২, বিহার- ৪০, তামিলনাড়ু- ৩৯, মধ্যপ্রদেশ- ২৯, কর্ণাটক- ২৮, গুজরাট- ২৬, অন্ধ্রপ্রদেশ- ২৫, রাজস্থান- ২৫, ওড়িশা- ২১, কেরালা- ২০, তেলেঙ্গানা- ১৭, আসাম- ১৪, ঝাড়খণ্ড- ১৪ ও পাঞ্জাব- ১৩।

এছাড়া ছত্তিশগড়- ১১, হরিয়ানা- ১০, দিল্লি- ৭, জম্মু ও কাশ্মির- ৫, উত্তরাখণ্ড- ৫, হিমাচল প্রদেশ- ৪, অরুণাচল প্রদেশ- ২, গোয়া- ২, মণিপুর- ২, মেঘালয়- ২, মিজোরাম- ২, ত্রিপুরা- ২, আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ- ১, চণ্ডীগড়- ১, দাদরা ও নগর হাভেলি- ১, দমন ও দিউ- ১, লাদাখ- ১, লাক্ষাদ্বীপ- ১, নাগাল্যান্ড- ১, পন্ডিচেরী- ১ ও সিকিম- ১।

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার মোট আসন ৫৪৩টি। এবার নির্বাচন হয়েছে ৫৪২টি আসনে। সরকার গঠন করার জন্য প্রয়োজন ২৭২টি আসনের।


আরো সংবাদ



premium cement