এগিয়ে এনডিএ, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জুন ২০২৪, ১১:৪৬, আপডেট: ০৪ জুন ২০২৪, ১২:৩০
ভারতে লোকসভা নির্বাচনে ১৯ এপ্রিল থেকে ১ জুন, ৭ দফায় ভোট হয়েছে। আজ ৪ জুন ফল ঘোষণা। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। গণনা হবে তিন দফায়। প্রথমে গণনা চলছে পোস্টাল ব্যালটে, তারপর ইভিএম এবং সব শেষে গণনা হবে ভিভি প্যাটের।
ভোট গণনার একপর্যায়ে সকাল ১০টা ৫ মিনিট পর্যন্ত দেশের মোট ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন জোট এনডিএ ৩০২, আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট ২০৯ এবং অন্যান্যরা ৩২টি আসনে এগিয়ে। ম্যাজিক ফিগার ২৭২।
এদিকে এক্সিট পোলে অধিকাংশ সমীক্ষক সংস্থা এনডিএকে ৪০০-র আশপাশে রেখেছিল। এখন দেখার- মোদির স্লোগান ‘ইসবার চার শ’ পার’ পূরণ হয় কিনা?
প্রাথমিক ট্রেন্ডে ভালোভাবে এগোচ্ছে ইন্ডিয়া
২০১৯ সালের তুলনায় অনেক ভালো ফল করার আশায় বিরোধীরা। এই মুহূর্তে ২০০-র গণ্ডি পেরিয়েছে ইন্ডিয়া জোট। যদিও এনডিএ যে ক্ষমতায় আসতে চলেছে তা ইঙ্গিত দিয়ে দিয়েছে প্রাথমকি ট্রেন্ড।
মোদির জয় নিয়ে নিঃসঙ্কোচ বিজেপি
দেশে ৪০০ পারের লক্ষ্য নিয়েছে বিজেপি। আর বারাণসীতে তাদের আশা ১০ লাখ পার হবে! নরেন্দ্র মোদি যে এখানে জিতছেন তা নিয়ে কোনো সংশয় নেই গেরুয়ায় শিবিরের মধ্যে। তবে গতবারের থেকে জয়ের মার্জিন বাড়ানোই চ্যালেঞ্জ। ২০১৯ লোকসভা ভোটে মোদি এই কেন্দ্রে সাড়ে ৬ লাখের বেশি ভোট পেয়েছিলেন। এবার বিজেপির আশা তিনি ১০ লাখ ভোট পাবেন।
ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার মোট আসন ৫৪৩টি। এবার নির্বাচন হয়েছে ৫৪২টি আসনে। সরকার গঠন করার জন্য প্রয়োজন ২৭২টি আসনের।