২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতে লোকসভা নির্বাচন : ভোট পড়ার সংখ্যায় বিশ্বরেকর্ড

ভারতে লোকসভা নির্বাচন : ভোট পড়ার সংখ্যায় বিশ্বরেকর্ড - সংগৃহীত

ভারতের জাতীয় নির্বাচন কমিশন দাবি করেছে, দেশটিতে এবারের লোকসভা নির্বাচন মোট ভোট পড়ার সংখ্যায় ‘সারা বিশ্বের সর্বকালের সব রেকর্ড’ ভেঙে দিয়েছে।

দেশটির প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, সাত দফা মিলিয়ে এবারের নির্বাচনে মোট ভোট পড়েছে ৬৪ কোটি ২০ লাখেরও বেশি- যা একটি সর্বকালীন বিশ্বরেকর্ড।

যদিও এবারের ভোটে ভারতে মোট নথিভুক্ত ভোটার ছিলেন প্রায় ৯৭ কোটি।

প্রধান নির্বাচন কমিশনার জানান, ‘সবগুলো জি-সেভেন দেশ মিলিয়ে যত ভোটার, এই সংখ্যা তার দেড় গুণ। আবার ইউরোপীয় ইউনিয়নের ২৭টা দেশ মিলিয়ে যত ভোটার, আমাদের সংখ্যা তার আড়াই গুণ!’

প্রধান নির্বাচন কমিশনার ভারতের নির্বাচনকে একটি ‘মিরাকল’ বা অলৌকিক ঘটনা বলেও বর্ণনা করেন। তার কথায় ‘সারা বিশ্বে এর কোনো তুলনাই নেই!’

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার মোট আসন ৫৪৩টি। এবার নির্বাচন হয়েছে ৫৪২টি আসনে। সরকার গঠন করার জন্য প্রয়োজন ২৭২টি আসনের।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement